Which phrase contains words opposed to each other in meaning?
A
Hopes and aspiration.
B
Heat and dust.
C
Reproduction and death.
D
Emerged and advanced.
উত্তরের বিবরণ
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক)
Hope - আশা/ভরসা/প্রত্যাশা করা।
Aspiration - আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা।
খ)
Heat - তাপ; উত্তাপ।
Dust - ধুলা; ধূলিকণা।
গ)
Reproduction - পুনরুৎপাদন; পুনর্জনন।
Death - মৃত্যু; মরণ; জীবনহানি।
ঘ)
Emerged - প্রকাশিত হওয়া; (পানি থেকে) বেরিয়ে আসা।
Advanced - অত্যন্ত অগ্রসর।
• শব্দগুলোর অর্থ্য বিবেচনায় বুঝা যাচ্ছে - The phrase Reproduction and death - contains words opposed to each other in meaning.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
The word ‘imbibe’ means :
Created: 3 months ago
A
to learn
B
To tinge
C
To drink
D
To acquire
Imbibe (verb)
English Meaning: To drink, especially alcoholic beverages; also to absorb or take in ideas, knowledge, or information.
Bangla Meaning: পান করা, হজম করা; শুষে নেওয়া; জ্ঞানে আত্মস্থ করা।
উদাহরণ:
-
তুমি কি আবার পান করেছো?
-
লোকটি যা বলছে তা মন দিয়ে শুনো এবং নিজের মধ্যে গ্রহণ করো।
অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দের অর্থ:
ক) To learn – শেখা বা জানা।
খ) To tinge – (রঙ দিয়ে) হালকা রঞ্জিত করা; সামান্য মিশ্রণ বা আভাস সৃষ্টি করা।
ঘ) To acquire – অর্জন করা; বিশেষ করে জ্ঞান বা দক্ষতা অর্জন।
তথ্যসূত্র:
-
ক্যামব্রিজ ডিকশনারি
-
কলিন্স ডিকশনারি
-
অ্যাকসেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 3 months ago
'To read between the lines' means-
Created: 2 months ago
A
To read carefully
B
To read only some lines
C
To read quickly to save time
D
To read carefully to find out any hidden meaning
To read between the lines- ঘ) To read carefully to find out any hidden meaning.
• To read between the lines (Phrase)
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence- Read between the lines, so that you won't miss anything important.
বাংলা অনুবাদ- মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
"Read between the lines" এর অর্থ কী?
Created: 3 weeks ago
A
To analyze the grammar of the text
B
To enjoy reading silently
C
To understand the hidden meaning
D
To read the lines in reverse order
"Read between the lines" → To understand the hidden meaning
-
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
-
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence:
-
Read between the lines, so that you won't miss anything important.
-
Bangla Meaning: মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago