’রাফাল’কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জাপান
D
ভারত
উত্তরের বিবরণ
রাফাল যুদ্ধবিমান হলো ফ্রান্সের দাসোঁ এভিয়েশন সংস্থার তৈরি একটি আধুনিক ও বিধ্বংসী ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান।
মূল তথ্য:
-
উৎপাদক সংস্থা: ফরাসি মহাকাশ ও বিমান সংস্থা ডাসোঁ এভিয়েশন।
-
গতি: সর্বোচ্চ ১.৮ মাখ (প্রায় ২,২২৩ কিমি/ঘণ্টা)।
-
কমব্যাট রেঞ্জ: প্রায় ১,৮৫০ কিমি।
-
প্রধান ব্যবহার:
-
এয়ার সুপারিওরিটি
-
আকাশ প্রতিরক্ষা
-
নিকটবর্তী আক্রমণ
-
দূরপাল্লার আক্রমণ
-
গোয়েন্দাগিরি
-
নৌযান বিধ্বংসী আক্রমণ
-
পারমাণবিক প্রতিরক্ষা
-

0
Updated: 20 hours ago