’হাইফা’ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
A
ইসরায়েল
B
কাতার
C
ইরান
D
মিশর
উত্তরের বিবরণ
হাইফা হলো উত্তর-পশ্চিম ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ শহর ও প্রধান বন্দর, যা ভূমধ্যসাগরের তীরে, হাইফা উপসাগরের ধারে অবস্থিত।
প্রধান তথ্য:
-
প্রাচীন উল্লেখ পাওয়া যায় তালমুদে (১ম–৪র্থ শতাব্দী) এবং ইউসেবিয়াস এটিকে সাইকামিনোস নামে উল্লেখ করেছিলেন।
-
১১০০ খ্রিস্টাব্দে শহরটি ক্রুসেডারদের হাতে আসে এবং তারা এটিকে কাইফাস নামে চিহ্নিত করে।
-
১৭৯৯ সালে নেপোলিয়ন শহরটি দখল করেন।
-
১৮৩৯ সালে ইব্রাহিম পাশা শহরের নিয়ন্ত্রণ নেন, কিন্তু পরের বছর ইউরোপীয় শক্তির চাপে তুরস্কের কাছে সমর্পণ করতে হয়।
-
১৯১৮ সালে ব্রিটিশ বাহিনী শহরটি দখল করে এবং ১৯২২ সালে বাধ্যতামূলক ফিলিস্তিনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।
-
১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ চলাকালীন হাইফা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল।

0
Updated: 20 hours ago
সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে?
Created: 1 month ago
A
আজমিরীগঞ্জ
B
ভৈরববাজার
C
গোয়ালন্দ
D
ভিটগড়
মেঘনা নদী:
- মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী।
- মেঘনার উৎপত্তি: আসামের লুসাই পাহাড় হতে বরাক নদী নামে।
- বাংলাদেশে প্রবেশ: সুরমা ও কুশিয়ারা নামে সিলেট জেলা দিয়ে ।
- সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরীগঞ্জে এবং নামধারণ করেছে কালনী।
- কালনী ও পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম: মেঘনা (ভৈরববাজার)।
- উপনদী: ব্রহ্মপুত্র, গোমতী, শীতলক্ষা, ধলেশ্বরী, ডাকাতিয়া।

0
Updated: 1 month ago