'X' চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?
A
1
B
2
C
3
D
4
উত্তরের বিবরণ
প্রশ্ন: 'X' চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?
সমাধান:
X চিত্রটি ৩ নং চিত্রে লুকায়িত আছে।
0
Updated: 1 month ago
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
Created: 1 month ago
A
১২০০ মিটার
B
৭২০ মিটার
C
৬০০ মিটার
D
৫০০ মিটার
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
সেতুটি ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও প্লাটফর্মের দৈর্ঘ্য ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হবে।
১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ৭২ কিলোমিটার = ৭২০০০ মিটার
ট্রেনটি ৬০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৬০ মিটার
= ১২০০ মিটার
∴ সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার
= ৫০০ মিটার ।
0
Updated: 1 month ago
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি করতে হবে?
Created: 1 month ago
A
মোটা হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
B
চিকন হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
C
দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে
D
কোনটিই নয়
একই মাপের দুটি স্ক্রকে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করানোর জন্য দুটি স্ক্র-ড্রাইভারকে একই সংখ্যকবার ঘুরানো প্রয়োজন। যদিও মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভারটি ঘুরানো তুলনায় সহজ, কিন্তু সমান গভীরতা নিশ্চিত করতে চিকন ও মোটা হাতল দুইটিকেই সমানবার ঘুরাতে হবে।
-
একই মাপের দুটি স্ক্রকে কাঠে সমানভাবে প্রবেশ করাতে দুই স্ক্র-ড্রাইভারকে সমান সংখ্যকবার ঘুরানো দরকার
-
মোটা হাতলওয়ালা ড্রাইভার ঘুরানো সহজ
-
সমান গভীরতা নিশ্চিত করতে দুই ধরনের হাতলওয়ালা ড্রাইভারকেই সমানভাবে ব্যবহার করতে হবে
0
Updated: 1 month ago
যদি 2089147 = THING হয় তবে 1397820 = ?
Created: 1 month ago
A
MILES
B
LITLE
C
MIGHT
D
MOUSE
প্রশ্ন: যদি 2089147 = THING হয় তবে 1397820 = ?
সমাধান:
THING শব্দটিতে
20 = T
8 = H
9 = I
14 = N
7 = G
অনুরূপভাবে,
13 = M
9 = I
7 = G
8 = H
20 = T
অর্থাৎ শব্দটি হবে = MIGHT
0
Updated: 1 month ago