নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ -
A
লহরী
B
অনল
C
বিধু
D
কবরী
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ?
সমাধান:
-
'কেশ' এর প্রতিশব্দ হলো কবরী
-
'কেশ' এর আরও কিছু প্রতিশব্দ: চুল, অলক, কেশ, চিকুর, কুন্তল, কবরী
অন্যদিকে:
-
'লহরী': ঢেউ
-
'বিধু': চাঁদ
-
'অনল': আগুন
উৎস:
0
Updated: 1 month ago
দণ্ডটির ভারসাম্য বজায় রাখতে প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর স্থাপন করতে হবে?
Created: 1 month ago
A
8 কেজি
B
12 কেজি
C
16 কেজি
D
20 কেজি
প্রশ্ন: দণ্ডটির ভারসাম্য বজায় রাখতে প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর স্থাপন করতে হবে?
সমাধান:
ধরি,
ভর স্থাপন করতে হবে = ক কেজি
প্রশ্নমতে,
4 × 20 = 5ক
⇒ ক = 80/5
⇒ ক = 16
∴ ভর স্থাপন করতে হবে = 16 কেজি
0
Updated: 1 month ago
EXERCISE : STRONG : :
Created: 1 month ago
A
PERFORM : SHY
B
WATCH : ALERT
C
DECIDE : ASTUTE
D
READ : LEARN
প্রশ্ন: EXERCISE : STRONG : :
সমাধান:
Exercise (অনুশীলন বা শরীর চর্চা) করলে strong (শক্তিশালী) হওয়া যায় এবং read (পড়াশোনা) করলে Learn (শেখা) যায়।
সুতরাং, EXERCISE : STRONG : : READ : LEARN
অন্য অপশন গুলো-
Perform = কাজ সম্পাদন করা বা অভিনয় করা
Shy = লাজুক
Watch = নজর রাখা, লক্ষ্য করা
Alert = সতর্ক, সজাগ
Decide = সিদ্ধান্ত নেওয়া
Astute = বিচক্ষণ, চতুর
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
৭
B
১২
C
২১
D
১৪
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (৩৬ + ১২)/১৬ = ৩
২য় চিত্রে = (২৪ + ১৮)/১৪ = ৩
৩য় চিত্রে, (৩০ + ২৭)/১৯ = ৩
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ১৪ বসবে।
0
Updated: 1 month ago