A শীটটি ডটেট লাইন বরাবর উপরের দিকে ভাঁজ করা হলে, কোন চিত্রটি পাওয়া যায়?
A
1
B
2
C
3
D
4
উত্তরের বিবরণ
প্রশ্ন: A শীটটি ডটেট লাইন বরাবর উপরের দিকে ভাজ করা হলে, কোন চিত্রটি পাওয়া যায়?
সমাধান:
2 নং চিত্রটি পাওয়া যাবে।

0
Updated: 20 hours ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 1 week ago
A
৫ টি
B
৭ টি
C
৮ টি
D
১০ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
সাধারণ ত্রিভুজ হলো- AJF, FBG, GCH, HDI, IEJ অর্থাৎ ৫ টি।
দুইটি রেখা ছেদ করেছে এমন ত্রিভুজ হলো- EBH, AIC, EFC, ADG, BJD অর্থাৎ ৫ টি।
∴ মোট ত্রিভুজ = (৫ + ৫) টি = ১০ টি

0
Updated: 1 week ago
একজন ব্যক্তি ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?
Created: 1 week ago
A
৩ কি.মি.
B
৪ কি.মি.
C
৫ কি.মি.
D
৭ কি.মি.
প্রশ্ন: একজন ব্যক্তি ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?
সমাধান:
ধরি,
পূর্বদিকে A থেকে B বিন্দুতে গেলেন ১ কি.মি.
দক্ষিণ দিকে B থেকে C বিন্দুতে গেলেন ৫ কি.মি.
পূর্বদিকে C থেকে D বিন্দুতে গেলেন ২ কি.মি.
উত্তরদিকে D থেকে E বিন্দুতে গেলেন ৯ কি.মি.
অতএব,
AB = ১ কি.মি.
BC = DF = ৫ কি.মি.
CD = BF = ২ কি.মি.
DE = ৯ কি.মি.
AF = AB + BF = (১ + ২) কি.মি. = ৩ কি.মি.
EF = DE - DF = (৯ - ৫) কি.মি. = ৪ কি.মি.
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE২ = AF২ + EF২
⇒ AE২ = (৩)২ + (৪)২
⇒ AE২ = ৯ + ১৬
⇒ AE২ = ২৫
⇒ AE = ৫
∴ যাত্রা শুরুর স্থান A থেকে শেষ স্থান E এর দূরত্ব ৫ কি.মি.

0
Updated: 1 week ago
প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?
Created: 21 hours ago
A
Mental health
B
Mental characteristics
C
Mental process
D
কোনটিই নয়
প্রশ্ন: প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?
সমাধান:
প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদি হলো মানসিক প্রক্রিয়া।
সুতরাং সঠিক উত্তর: গ) Mental process

0
Updated: 21 hours ago