A
the rainy season began.
B
the rainy season was began.
C
the rainy season had began.
D
the rainy season begins.
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the rainy season began.
- Complete sentence: Even as harvesting was going on the rainy season began.
• বাক্যে principal এবং subordinate clause একই tense এর হওয়া বাঞ্ছনীয়।
- যদি principal clause present tense এ হয় তবে subordinate clause টি যেকোনো tense এর হয়ে পারে।
- দুইটি clause এর মাঝে কোনো conjunction আসলে তখন নিয়মানুযায়ী tense এর পরিবর্তন ঘটতে পারে।
• নিয়মানুযায়ী, অপশন ক) the rainy season began সঠিক।
- খ) অপশনে was begun না হয়ে শুধু began হওয়া উচিত ছিলো, কারণ begun হচ্ছে verb এর past participle form তাই এর পূর্বে have/has/had বসে।
- গ) এবং ঘ) অপশন এই নিয়ম অনুসরণ না করায় তা সঠিক নয়।

0
Updated: 2 weeks ago
Choose the correct answer. How long did you wait?
Created: 3 months ago
A
Till lunch time.
B
Till he came.
C
Until six o’clock.
D
Since this morning.
প্রশ্নটি ছিল "How long did you wait?"। সঠিক উত্তর "Till he came" (খ)। এখানে "Till" (যতক্ষণ না) ব্যবহার করা হয়েছে, যা একটি সময়কাল নির্দেশ করে, অর্থাৎ আপনি তার আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এটি past tense বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
বাকি উত্তরগুলো:
ক) "Till lunch time": নির্দিষ্ট সময়, সময়কাল নয়।
গ) "Until six o’clock": নির্দিষ্ট সময় (৬টা) নির্দেশ করে।
ঘ) "Since this morning": সময়ের শুরু নির্দেশ করে, যা প্রশ্নের সাথে মেলে না।
তাহলে সঠিক উত্তর "Till he came"।

0
Updated: 3 months ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 3 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 3 months ago
Choose the correct sentence.
Created: 4 months ago
A
The man that said that was a fool
B
The man who said that was a fool
C
The man that said that was a fool
D
The man which said that was a fool
Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে৷
সুতরাং সঠিক বাক্যটি হবে, The man who said that was a fool.

0
Updated: 4 months ago