১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬,..............অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?
A
৫১২
B
৩৪৩
C
৭২৯
D
২৪৩
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬..............অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
প্রদত্ত অনুক্রম- ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬.......
= ১৩, ২৩, ৩৩, ৪৩, ৫৩, ৬৩.......
অর্থাৎ, এই অনুক্রমটি হলো স্বাভাবিক সংখ্যার ঘন এর অনুক্রম।
সুতরাং, পরবর্তী সংখ্যাটি = ৭৩ = ৩৪৩
0
Updated: 1 month ago
নিচের কোনটি ভিন্ন?
Created: 1 month ago
A
A
B
B
C
C
D
D
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
সমাধান:
"C" ব্যতীত বাকি সবগুলোর ভেতর ও বাহিরের জ্যামিতিক গঠন একই।
"A" চিত্রে - ভেতরেও বৃত্ত এবং বাহিরেও বৃত্ত।
"B" চিত্রে - ভেতরেও বর্গ এবং বাহিরেও বর্গ।
"D" চিত্রে - ভেতরেও আয়ত এবং বাহিরেও আয়ত।
কিন্তু, "C" চিত্রে - ভেতরে বৃত্ত এবং বাহিরে আয়ত।
সুতরাং, "C" ভিন্ন
0
Updated: 1 month ago
যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
Created: 1 month ago
A
CARIH
B
RICHA
C
HCRIA
D
HACIR
প্রশ্ন: যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
সমাধান:
TABLE = ATELB
এখানে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
CHAIR = HCRIA
একই ভাবে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
0
Updated: 1 month ago
৪ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
Created: 1 month ago
A
৭.৫°
B
৩৭.৫°
C
৪৫.৫°
D
১৫.৫°
প্রশ্ন: ৪ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2।° [এখানে, M = ১৫ মিনিট, H = ৪ ঘণ্টা ]
= ।(১১ × ১৫ - ৬০ × ৪)/২।°
= ।১৬৫ - ২৪০/২।°
= ।- ৭৫/২।°
= ৩৭.৫°
0
Updated: 1 month ago