বস্তুটির ওজন ১৮৫ কেজি হলে, বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
A
৯৫ কেজি
B
৯২.৫ কেজি
C
৮৯ কেজি
D
৯০.৫ কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: বস্তুটির ওজন ১৮৫ কেজি হলে, বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এখানে,
বস্তুর ওজন = ১৮৫ কেজি
দড়ির সংখ্যা = ২ টি
আমরা জানি,
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/বস্তুটি যে (চাকাটি/চাকাগুলোর) সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা
= ১৮৫/২ কেজি
= ৯২.৫ কেজি
0
Updated: 1 month ago
"Stagflation" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
Created: 1 month ago
A
Controlled prices
B
Cultural Dullness
C
Economic Slowdown
D
A Disintegration Government
Stagflation শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ হলো Economic Slowdown বা অর্থনৈতিক মন্দা।
-
অর্থ: স্থিতিশীল চাহিদার মধ্যে স্থায়ী মুদ্রাস্ফীতি এবং তুলনামূলকভাবে উচ্চ বেকারত্বের অবস্থা
-
Stagflation মূলত অর্থনীতিতে একই সময়ে মুদ্রাস্ফীতি এবং মন্দা একসাথে উপস্থিত থাকার পরিস্থিতি বোঝায়
উৎস:
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
৭
B
১২
C
২১
D
১৪
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (৩৬ + ১২)/১৬ = ৩
২য় চিত্রে = (২৪ + ১৮)/১৪ = ৩
৩য় চিত্রে, (৩০ + ২৭)/১৯ = ৩
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ১৪ বসবে।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 2 months ago
A
২৮
B
৩২
C
৬৬
D
৩৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯
২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২
৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪
∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।
0
Updated: 2 months ago