বস্তুটির ওজন ১৮৫ কেজি হলে, বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
A
৯৫ কেজি
B
৯২.৫ কেজি
C
৮৯ কেজি
D
৯০.৫ কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: বস্তুটির ওজন ১৮৫ কেজি হলে, বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এখানে,
বস্তুর ওজন = ১৮৫ কেজি
দড়ির সংখ্যা = ২ টি
আমরা জানি,
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/বস্তুটি যে (চাকাটি/চাকাগুলোর) সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা
= ১৮৫/২ কেজি
= ৯২.৫ কেজি

0
Updated: 20 hours ago
P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
Created: 1 week ago
A
P এর জন্য
B
Q এর জন্য
C
উভয়ের জন্যই সহজ হবে
D
কারো জন্যই সহজ হবে না
P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
সমাধান:
• P এর জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
আমরা জানি, লিভারের ক্ষেত্রে প্রযুক্ত ওজন, ফালক্রামের যত কাছাকাছি থাকবে লিভারের অন্যপ্রান্তে তত কম ভারী অনুভূত হবে।
P এর ক্ষেত্রে ওজনটি ফালক্রামের কাছে অবস্থিত। P থেকে ওজনটির দূরত্ব বেশি হওয়ায় P এর জন্য বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
Q এর ক্ষেত্রে ওজনটি ফালক্রাম থেকে দূরে এবং Q এর কাছাকাছি অবস্থিত হওয়ায় Q এর কাছে বারটির ওজন বেশি মনে হবে। ফলে বারটি ধরে রাখা Q এর জন্য কষ্টকর হবে।

0
Updated: 1 week ago
একটি ছেলের ছবি দেখিয়ে রিতা বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে” ছেলেটি রিতার সম্পর্কে কী হয়?
Created: 20 hours ago
A
মামা
B
চাচা
C
ভাতিজা
D
ভাই
প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে রিতা বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে” ছেলেটি রিতার সম্পর্কে কী হয়?
সমাধান:
ছবিটি একটি ছেলের। বক্তা হচ্ছে রিতা (মেয়ে)। যেহেতু রিতা বলছে আমার চাচার বাবার মেয়ের ছেলে অর্থাৎ তার দাদার মেয়ের ছেলে। অর্থাৎ ফুফাতো ভাই যেহেতু অপশনে ভাই আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর ছেলে = ফুপাতো ভাই।

0
Updated: 20 hours ago
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
Created: 17 hours ago
A
১২০০ মিটার
B
৭২০ মিটার
C
৬০০ মিটার
D
৫০০ মিটার
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
সেতুটি ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও প্লাটফর্মের দৈর্ঘ্য ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হবে।
১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ৭২ কিলোমিটার = ৭২০০০ মিটার
ট্রেনটি ৬০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৬০ মিটার
= ১২০০ মিটার
∴ সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার
= ৫০০ মিটার ।

0
Updated: 17 hours ago