৪ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
A
৭.৫°
B
৩৭.৫°
C
৪৫.৫°
D
১৫.৫°
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৪ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2।° [এখানে, M = ১৫ মিনিট, H = ৪ ঘণ্টা ]
= ।(১১ × ১৫ - ৬০ × ৪)/২।°
= ।১৬৫ - ২৪০/২।°
= ।- ৭৫/২।°
= ৩৭.৫°
0
Updated: 1 month ago
(1/x) + (1/y) = 1/z এবং xy = z হলে, x এবং y এর গড় কত?
Created: 1 month ago
A
2
B
1
C
1/2
D
3
দেওয়া আছে,
1/x + 1/y = 1/z
বা, (y + x)/xy = 1/z
বা, (x + y)/z = 1/z
বা, x + y = 1
∴ (x + y)/2 = 1/2
0
Updated: 1 month ago
যাদব ২৪০ টাকায় একই রকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কলম কনেছিল-
Created: 2 weeks ago
A
১৩টি
B
১৪টি
C
১৫টি
D
১৬টি
সমাধান:
ধরা যাক, কলমের সংখ্যা =
তাহলে প্রতি কলমের দাম = টাকা
যদি একটি কলম বেশি পেত, অর্থাৎ কলম নিত,
তাহলে প্রতি কলমের দাম হতো টাকা
প্রশ্ন অনুযায়ী,
উত্তর: ১৫টি
0
Updated: 2 weeks ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
1.012
B
0.122
C
0.0012
D
0.0102
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 0.0102
এখানে,
0.12/100 = 0.0012
অনুরূপভাবে,
1.02/100 = 0.0102
0
Updated: 1 month ago