৪ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
A
৭.৫°
B
৩৭.৫°
C
৪৫.৫°
D
১৫.৫°
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৪ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2।° [এখানে, M = ১৫ মিনিট, H = ৪ ঘণ্টা ]
= ।(১১ × ১৫ - ৬০ × ৪)/২।°
= ।১৬৫ - ২৪০/২।°
= ।- ৭৫/২।°
= ৩৭.৫°

0
Updated: 20 hours ago
Created: 2 weeks ago
A
a
B
b
C
c
D
d
প্রশ্ন: 
উপর্যুক্ত চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
সঠিক উত্তর- খ) b 
প্রতিটি সারিতে তৃতীয় চিত্রটিকে প্রথম চিত্রে স্থাপন করলে দ্বিতীয় চিত্রটি পাওয়া যায়।
অর্থাৎ সম্পূর্ণ চিত্রটি হবে -


0
Updated: 2 weeks ago
প্রদত্ত X চিত্রটিকে পানিতে নিচের কোনটির মত প্রতিবিম্ব দেখাবে?
Created: 2 days ago
A
D
B
A
C
B
D
C
প্রদত্ত ছবিটির পানিতে প্রতিবিম্ব:

0
Updated: 2 days ago
P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, R বস্তু S বস্তুর চেয়ে হালকা, P বস্তু R বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে হালকা বস্তু কোনটি?
Created: 20 hours ago
A
R
B
S
C
Q
D
P
প্রশ্ন: P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, R বস্তু S বস্তুর চেয়ে হালকা, P বস্তু R বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে হালকা বস্তু কোনটি?
সমাধান:
P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, P > Q
R বস্তু S বস্তুর চেয়ে হালকা, S > R
P বস্তু R বস্তুর চেয়ে হালকা, R > P
সবগুলো সম্পর্ক থেকে পাই, Q < P < R < S
∴ সবচেয়ে হালকা বস্তু হবে Q.

0
Updated: 20 hours ago