বর্তমানে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
A
ঔষধ শিল্প
B
চামড়া ও চামড়াজাত পণ্য
C
পোশাক শিল্প
D
কৃষিজাত পণ্য
উত্তরের বিবরণ
সংক্ষিপ্ত সারাংশ: সাম্প্রতিক সরকারি ও সংবাদ প্রতিবেদন অনুযায়ী দেশের সামগ্রিক রপ্তানি জুলাই (২০২৫) মাসে রেকর্ডভাবে বেড়ে $4.77 বিলিয়ন হয়েছে এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ওই মাসে গত বছরের একই মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে — নীচে পয়েন্ট হিসেবে আপডেটসহ তথ্যগুলো দেওয়া হলো।
১. দেশের মোট রপ্তানি (জুলাই ২০২৫): $4.77 billion; এটি এক মাস হিসেবে সর্বোচ্চ রেকর্ড। (The Business Standard)
২. চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি (জুলাই ২০২5): $127.38 million (বাংলায়: ১২ কোটি ৭৪ লাখ ডলার)। (New Age)
৩. বর্ধিত হার (সাম্যকালের তুলনায়): গত বছরের একই মাসের $98.25 million থেকে বৃদ্ধি পেয়ে ২৯.৬৫% বৃদ্ধি হয়েছে। (New Age)
৪. সর্বশেষ অর্থবছর (২০২৪–২৫) চামড়া ও চামড়া পণ্যের বার্ষিক আয়: EPB/অর্থব্যবস্থাপনা প্রতিবেদন অনুযায়ী প্রায় $1.14 billion রপ্তানি হয়েছে (FY2024-25)। (New Age)
৫. প্রধান বাজার (নির্দেশিত প্রবণতা ও বড় ক্রেতা): সাম্প্রতিক প্রতিবেদনগুলিতে চামড়াজাত পণ্যের বড় বাজার হিসেবে যুক্তরাষ্ট্র উল্লেখ করা হয়েছে — FY2024-25 সময়কালে যুক্তরাষ্ট্রে রপ্তানি গুরুত্বসহকারে বাড়েছে (প্রতিবেদন অনুযায়ী মার্কেট-শেয়ারের বড় অংশ যুক্তরাষ্ট্রের)। (The Business Standard)
তথ্যসূত্র: উপরে উদ্ধৃত সংবাদ ও সরকারি/EPB সংখ্যাভিত্তিক প্রতিবেদন (নিউজপেপার ও EPB/Bangladesh Bank-ভিত্তিক ডাটা)। যদি চান, আমি এই সংখ্যাগুলো থেকে একটি সংক্ষিপ্ত ট্যাবুলার সারাংশ বা বাংলায় এক প্যারাগ্রাফে বিস্তারিত ব্যাখ্যা করে দেব — আপনার কোন ফরম্যাটটি পছন্দ, সেটি বলে দিন।

0
Updated: 20 hours ago
বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের উৎস কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চামড়া ও চামড়াজাত পণ্য
B
চা
C
চিংড়ি
D
পাটজাত পণ্য
বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত
-
প্রধান রপ্তানি খাত: তৈরি পোশাক
-
ইপিবি পরিসংখ্যান অনুযায়ী:
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাকের অংশ ৮৩%, যা ৩৯৬ কোটি ডলার।
-
-
-
দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ১২ কোটি ৭৪ লাখ ডলার।
-
-
তৃতীয় শীর্ষ রপ্তানি খাত: কৃষি প্রক্রিয়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ৯ কোটি ডলার।
-
-
সাম্প্রতিক রপ্তানি পরিসংখ্যান:
-
২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানি ৪,৮২৮ কোটি ডলার।
-
উৎস:
i) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
ii) প্রথম আলো

0
Updated: 2 weeks ago