"লাফ > ফাল" - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A
অন্তর্হতি
B
বিষমীভবন
C
ব্যঞ্জন বিকৃতি
D
ধ্বনি বিপর্যয়
উত্তরের বিবরণ
ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থানবদল বা পরিবর্তন। এর ফলে শব্দের রূপে তারতম্য ঘটে। যেমন— পিশাচ > পিচাশ, লাফ > ফাল।
ব্যঞ্জন বিকৃতি ঘটে তখনই যখন কোনো শব্দের একটি ব্যঞ্জন পরিবর্তিত হয়ে অন্য একটি ব্যঞ্জনে রূপ নেয়। যেমন— কবাট > কপাট।
অন্তর্হতি বলতে বোঝানো হয় শব্দের ভেতর থেকে কোনো ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়া। এর ফলে শব্দ ছোট বা সহজ রূপ নেয়। যেমন— ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার, আলাদিয়া > আলাদা।
বিষমীভবন হলো দুটি সমবর্ণের মধ্যে একটি পরিবর্তিত হয়ে নতুন ধ্বনিতে রূপ নেওয়া। যেমন— লাল > নাল, শরীর > শরীল।

0
Updated: 21 hours ago
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Created: 1 month ago
A
বড় দাদা > বড়দা
B
কিছু > কিচ্ছু
C
পিশাচ > পিচাশ
D
মুক্তা > মুকুতা
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন - পিশাচ > পিচাশ, লাফ > ফাল, রিক্সা > রিসকা।

0
Updated: 1 month ago
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Created: 1 month ago
A
শরীর > শরীল
B
লাফ > ফাল
C
লাফ > ফাল
D
দূর্গা > দূগ্ গা
লাফ> ফাল - ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ।ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন। যেমন - বাকস> বাসক, রিকশা > রিশকা পিশাচ> পিচাশ।

0
Updated: 1 month ago
"লাফ > ফাল" কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 3 weeks ago
A
ব্যঞ্জন বিকৃতি
B
ধ্বনি বিপর্যয়
C
অন্তর্হতি
D
অভিশ্রুতি
ধ্বনি বিপর্যয়
সংজ্ঞা:
কোনো শব্দের ভেতরে দুটি ব্যঞ্জনের স্থান-বদল ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। অর্থাৎ শব্দে ধ্বনির ক্রমে পরিবর্তন হয়ে যায়।
উদাহরণসমূহ
-
পিশাচ → পিচাশ
-
লাফ → ফাল
-
বাক্স → বাস্ক
-
রিক্সা → রিস্কা
অর্থাৎ, ধ্বনি বিপর্যয়ে শব্দের ধ্বনি বিন্যাসে বর্ণগুলোর স্থান অদল-বদল হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 weeks ago