যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
A
দ্বন্দ্ব সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
কর্মধারয় সমাস
D
নিত্য সমাস
উত্তরের বিবরণ
নিত্য সমাস
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় না, তাকে নিত্য সমাস বলে।
যেমন:
- অন্য দেশ = দেশান্তর;
- ঈষৎ লাল = লালচে,
- অন্যকাল = কালান্তর ইত্যাদি,
- দুই এবং নব্বই = বিরানব্বই,
- কেমল দর্শন = দর্শনমাত্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 months ago
‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র’। কোন বাক্য?
Created: 2 weeks ago
A
নির্দেশাত্মক বাক্য
B
স্ময়বোধক বাক্য
C
জটিল বাক্য
D
যৌগিক বাক্য
এটি একটি জটিল বা মিশ্র বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

0
Updated: 2 weeks ago
কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
Created: 2 weeks ago
A
কুল কাঠের আগুন
B
তুষের আগুন
C
কলির সন্ধ্যা
D
রাবনের চিতা
কুল কাঠের আগুন - তীব্র জালা
তুষের আগুন - দীর্ঘ ও দুঃসহ যন্ত্রণা
কলির সন্ধ্যা - দুঃখের সুচনা
রাবণের চিতা - চির অশান্তি

0
Updated: 2 weeks ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 2 weeks ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
বাগধারা | অর্থ |
---|---|
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
কেউকেটা | সামান্য |
অকূল পাথার | ভীষণ বিপদ |
আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago