A
দ্বন্দ্ব সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
কর্মধারয় সমাস
D
নিত্য সমাস
উত্তরের বিবরণ
নিত্য সমাস
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় না, তাকে নিত্য সমাস বলে।
যেমন:
- অন্য দেশ = দেশান্তর;
- ঈষৎ লাল = লালচে,
- অন্যকাল = কালান্তর ইত্যাদি,
- দুই এবং নব্বই = বিরানব্বই,
- কেমল দর্শন = দর্শনমাত্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
Created: 4 weeks ago
A
অহংকারী
B
স্পষ্টভাষী
C
মিথ্যাবাদী
D
পক্ষপাতদুষ্ট
বাগ্ধারা বাংলা ভাষার এক গুরুত্বপূর্ণ অলংকার। এটি এমন এক ধরনের বিশেষ বাক্যপ্রবচন, যার অর্থ সরল অনুবাদে পাওয়া যায় না, বরং প্রথাগত বা রূপক অর্থেই তা গ্রহণযোগ্য। নিচে কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ তুলে ধরা হলো:
🔹 ঠোঁট কাটা – যিনি কোনো কিছু বলতে দ্বিধা করেন না, সোজাসাপ্টা বলেন, তাকে বোঝায়। অর্থ: স্পষ্টভাষী বা কোনো কোনো ক্ষেত্রে বেহায়া।
🔹 কেউকেটা – সাধারণত ছোটলোক বা নগণ্য কাউকে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থ: তুচ্ছ বা সামান্য ব্যক্তি।
🔹 কালেভাদ্রে – খুব কম বা বিরল সময় কোনো কিছু ঘটলে এ শব্দ প্রয়োগ করা হয়। অর্থ: কদাচিৎ।
🔹 কান কাটা / কানকাটা – সমাজে যে ব্যক্তি অপমানজনক কাজে লিপ্ত হয়ে তার মানহানি ঘটিয়েছে, তাকে বোঝায়। অর্থ: বেহায়া।
🔹 পায়া ভারি – নিজের অবস্থান বা ক্ষমতা নিয়ে যে অহংকার প্রদর্শন করে, তার জন্য এই বাগ্ধারাটি ব্যবহৃত হয়। অর্থ: অহঙ্কারী।
🔹 কূপমুণ্ডুক – যে ব্যক্তি সীমিত জ্ঞানের গণ্ডিতে আবদ্ধ, বাইরের বিশাল জগত সম্পর্কে উদাসীন বা অজ্ঞ, তাকে বোঝাতে এই বাগ্ধারাটি ব্যবহৃত হয়। অর্থ: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি।
উৎস: ভাষা-শিক্ষা – ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 weeks ago
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অনিষ্টে ইষ্ট লাভ
B
চির অশান্তি
C
অরাজক দেশ
D
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
• ‘রাবণের চিতা’ – অর্থ: চিরস্থায়ী অশান্তি।
বাক্য: একমাত্র ছেলের মৃত্যুর পর বুড়ির অন্তরে যেন রাবণের চিতা জ্বলছে।
• ‘মগের মল্লুক’ – অর্থ: সম্পূর্ণ অরাজক দেশ বা অবস্থা।
বাক্য: প্রশাসনের নজরদারির অভাবে এলাকাটা এখন মগের মল্লুকে পরিণত হয়েছে।
• ‘শাপে বর’ – অর্থ: অনিষ্ট থেকে উপকার লাভ।
বাক্য: চাকরি না পাওয়াটা শাপে বর হয়েছে, কারণ এখন সে নিজেই ব্যবসা শুরু করেছে।
• ‘ফটো পয়সার লড়াই’ – অর্থ: সামান্য কারণে বড় ঝগড়া।
বাক্য: দুই ভাইয়ের মধ্যে ফটো পয়সার লড়াই শুরু হলো সামান্য জমির জন্য।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 months ago
কোনটি বাগধারা বোঝায়?
Created: 2 days ago
A
চৈত্র সংক্রান্তি
B
পৌষ সংক্রান্তি
C
শিরে সংক্রান্তি
D
শিব-সংক্রান্তি
নিচে আপনার দেওয়া লেখাটি সহজ ও প্রাঞ্জল ভাষায় পুনর্লিখন করা হলো, যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে:
‘শিরে সংক্রান্তি’ বাগ্ধারার অর্থ:
এই বাগ্ধারার মানে হলো – সামনেই কোনো বিপদ আসছে বা বিপদ ঘনিয়ে এসেছে।
উদাহরণ: এখন আমার শিরে সংক্রান্তি – কিভাবে সব সামলাবো বুঝতে পারছি না।
অপশনে দেওয়া অন্য শব্দগুলোর অর্থ:
-
চৈত্রসংক্রান্তি: চৈত্র মাসের শেষ দিন। এই দিনে শিব পূজা ও নানা উৎসব-মেলা হয়।
-
পৌষ সংক্রান্তি: পৌষ মাসের শেষ দিন। এদিন বাঙালিরা নানা রকম পিঠা-পুলি খায় – এক বিশেষ উৎসব।
-
শিব সংক্রান্তি: হিন্দুদের শিবের পূজার জন্য নির্দিষ্ট একটি দিন।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
-
অকাল কুষ্মাণ্ড: যিনি কোনো কাজেই আসেন না, অপদার্থ।
-
অক্ষরে অক্ষরে: একদম ঠিক ঠিক মতো, সম্পূর্ণভাবে।
-
আঠারো মাসে বছর: কোনো কাজ করতে অনেক দেরি হওয়া, অর্থাৎ দীর্ঘসূত্রিতা।
-
আকাশের চাঁদ: যেটা পাওয়া খুব কঠিন বা দুর্লভ বস্তু।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ড. সৌমিত্র শেখরের “বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা” বই।

0
Updated: 2 days ago