'উপসর্গ' ও 'সমাস' ব্যাকরণের রূপতত্ত্ব অংশের অন্তর্গত বিষয়। রূপতত্ত্ব ছাড়াও অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব হলো ব্যাকরণের আরও গুরুত্বপূর্ণ শাখা। প্রতিটি শাখার আলোচ্য বিষয় নিচে তুলে ধরা হলো—
-
রূপতত্ত্ব
-
শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
-
বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ প্রভৃতি এর অন্তর্ভুক্ত।
-
শব্দগঠন প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
-
উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ ইত্যাদি রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
-
অর্থতত্ত্ব
-
শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়।
-
একে বাগর্থতত্ত্বও বলা হয়।
-
আলোচ্য বিষয়সমূহ:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও আলোচনা থাকে।
-
ধ্বনিতত্ত্ব
-
এর আলোচ্য বিষয় হলো ধ্বনি।
-
লিখিত ভাষায় ধ্বনিকে বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালাও আলোচনার অন্তর্ভুক্ত।
-
আলোচ্য বিষয়সমূহ:
-
বাক্যতত্ত্ব