‘গায়ক’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ-
A
গৈ + য়ক
B
গৈ + অক
C
গৌ + য়ক
D
গায় + অক
উত্তরের বিবরণ
‘গায়ক’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো গৈ + অক। এ ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসারে সন্ধি গঠিত হয়েছে। সন্ধির নিয়ম অনুযায়ী— এ, ঐ, ও, ঔ এর পরে অন্য কোনো স্বরধ্বনি এলে তখন ‘এ’-এর জায়গায় হয় ‘অয়’, ‘ঐ’-এর জায়গায় হয় ‘আয়’, ‘ও’-এর জায়গায় হয় ‘অব’ এবং ‘ঔ’-এর জায়গায় হয় ‘আব’। এই নিয়ম অনুসারে নিচের শব্দগুলোর সন্ধি-বিচ্ছেদ করা যায়।
-
গায়ক = গৈ + অক
-
নায়ক = নৈ + অক
-
নাবিক = নৌ + ইক
-
ভাবুক = ভৌ + উক
-
পবিত্র = পো + ইত্র
-
গবাদি = গো + আদি
-
গবেষণা = গো + এষণা
0
Updated: 1 month ago
‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ –
Created: 2 months ago
A
প্রতি+বর্তন
B
প্রতিঃ+বর্তন
C
প্রতি+আবর্তন
D
প্রতিঃ+আবর্তন
তৎসম শব্দের স্বরসন্ধির ক্ষেত্রে, ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য’ বা য(য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন। ই-কার + আ = য-ফলা + আ-কার।
0
Updated: 2 months ago
‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 months ago
A
বনঃ + পতি
B
বন + পতি
C
বনস + পতি
D
বন + স্পতি
ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বনঃ + পতি = বনস্পতি, পর + পর = পরস্পর, আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।
0
Updated: 3 months ago
'সন্ধি' ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
Created: 2 months ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি প্রকাশ পায় বর্ণের মাধ্যমে। তাই বর্ণমালা সম্পর্কিত আলোচনা ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্ব মূলত আলোচনা করে বাগ্যন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য এবং ধ্বনিদল নিয়ে।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ
১. ধ্বনি
২. বর্ণ
৩. ধ্বনির উচ্চারণ প্রণালি
৪. উচ্চারণের স্থান
৫. ধ্বনি পরিবর্তন ও লোপ
৬. ষ-ত্ব বিধান
৭. ণ-ত্ব বিধান
৮. সন্ধি
0
Updated: 2 months ago