‘গায়ক’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ-
A
গৈ + য়ক
B
গৈ + অক
C
গৌ + য়ক
D
গায় + অক
উত্তরের বিবরণ
‘গায়ক’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো গৈ + অক। এ ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসারে সন্ধি গঠিত হয়েছে। সন্ধির নিয়ম অনুযায়ী— এ, ঐ, ও, ঔ এর পরে অন্য কোনো স্বরধ্বনি এলে তখন ‘এ’-এর জায়গায় হয় ‘অয়’, ‘ঐ’-এর জায়গায় হয় ‘আয়’, ‘ও’-এর জায়গায় হয় ‘অব’ এবং ‘ঔ’-এর জায়গায় হয় ‘আব’। এই নিয়ম অনুসারে নিচের শব্দগুলোর সন্ধি-বিচ্ছেদ করা যায়।
-
গায়ক = গৈ + অক
-
নায়ক = নৈ + অক
-
নাবিক = নৌ + ইক
-
ভাবুক = ভৌ + উক
-
পবিত্র = পো + ইত্র
-
গবাদি = গো + আদি
-
গবেষণা = গো + এষণা

0
Updated: 21 hours ago
'ভাবুক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 days ago
A
ভাব + উক
B
ভৌ + উক
C
ভা + উক
D
ভো + উক
স্বরসন্ধির নিয়ম:
বাংলা ভাষায় এ, ঐ, ও, ঔ-কারের পরবর্তী স্বরধ্বনির প্রভাবে উচ্চারণে পরিবর্তন ঘটে। নিয়মটি হলো—
-
এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় হয়।
-
ও, ঔ স্থানে যথাক্রমে অব্, আব্ হয়।
উদাহরণ:
-
ঔ + উ = আব্ + উ → ভৌ + উক = ভাবুক
-
ও + ই = অব্ + ই → পো + ইত্র = পবিত্র
-
ঔ + অ = আব্ + অ → পৌ + অক = পাবক
-
ও + আ = অব্ + আ → গো + আদি = গবাদি

0
Updated: 3 days ago
নিচের কোনটি সঠিক নয়?
Created: 2 weeks ago
A
√দা+তৃ = দাতা
B
√মা + তৃচ্ = মাতা
C
√ক্রী + তৃচ্ = ক্রেতা
D
√কৃ + তৃচ = ক্রেতা
কৃৎ-প্রত্যয় যোগে শব্দগঠন:
-
তৃচ্-প্রত্যয় (চ + তৃ) যুক্ত হলে একবচনে তৃ স্থলে তা হয়।
উদাহরণ:
-
√দা + তৃচ্ = দা + তা = দাতা
-
√মা + তৃচ্ = মাতা
-
√ক্রী + তৃচ্ = ক্রেতা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ ____।
Created: 1 month ago
A
বাগ + অম্বর
B
বাগ + আড়ম্বর
C
বাক্ + অম্বর
D
বাক্ + আড়ম্বর
সন্ধির সহজ নিয়ম
যখন ক, চ, ট, ত, প ব্যঞ্জনবর্ণগুলোর পর স্বরবর্ণ (অ, আ, ই, ঈ, উ, ঊ ইত্যাদি) আসে, তখন ওই ব্যঞ্জনগুলো পরিবর্তন হয়ে যায়:
-
ক → গ
-
চ → জ
-
ট → ড (বা রড়)
-
ত → দ
-
প → ব
এরপরের স্বরবর্ণটি আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে নতুন ধ্বনি তৈরি করে।
উদাহরণ:
-
দিক্ + অন্ত → দিগন্ত
এখানে “ক্” + “অ” → “গ” + “অ” -
বাক্ + আড়ম্বর → বাগাড়ম্বর
“ক্” + “আ” → “গ” + “আ” -
বাক্ + ঈশ → বাগীশ
“ক্” + “ঈ” → “গ” + “ঈ”
তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৯)

0
Updated: 1 month ago