STRANGE-এর বিপরীত?
A
Similar
B
Familiar
C
Peculiar
D
Obstinate
উত্তরের বিবরণ
প্রশ্ন: STRANGE-এর বিপরীত?
সমাধান:
STRANGE অর্থ - অচেনা, অপরিচিত, অস্বাভাবিক, বা অদ্ভুত।
প্রতিটি অপশন যাচাই করি:
ক) Similar → সদৃশ বা মিল রয়েছে।
খ) Familiar → পরিচিত, চেনা → STRANGE-এর সঠিক বিপরীত।
গ) Peculiar → বিরল, অদ্ভুত → STRANGE-এর সমার্থক শব্দের কাছাকাছি।
ঘ) Obstinate → জিদি, অনড় → কোন সম্পর্ক নেই।
সুতরাং STRANGE-এর বিপরীত অর্থ হলো Familiar.
0
Updated: 1 month ago
কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
Created: 1 month ago
A
৬০ জন
B
১৫ জন
C
৩০ জন
D
৯০ জন
প্রশ্ন: কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
ধরি,
শিক্ষার্থী সংখ্যা x জন।
প্রত্যেকে চাঁদা দেয় 10x টাকা
প্রশ্নমতে,
x × 10x = 9000
⇒ 10x2 = 9000
⇒ x2 = 9000/10
⇒ x2 = 900
⇒ x = √900
∴ x = 30
∴ শিক্ষার্থী সংখ্যা 30 জন।
0
Updated: 1 month ago
বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?
Created: 1 month ago
A
১০ম
B
৯ম
C
৮ম
D
৭ম
প্রশ্ন: বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?
সমাধান:
A এর অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং ডানদিক থেকে ১১তম।
সারিতে মোট বালকের সংখ্যা = ১৪ + ১ + ১০ = ২৫ জন।
D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম
D এর বামে অবস্থান করে = ২৫ - ১৭ = ৮ জন বালক।
∴ D এর অবস্থান বামদিক হতে ৮ + ১ = ৯ম
0
Updated: 1 month ago
টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
Created: 1 month ago
A
১০%
B
২৫%
C
২০%
D
৫%
প্রশ্ন: টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
সমাধান:
ধরি,
টিটুর আয় = ২০x টাকা
টিটুর ব্যয় = ১৫x টাকা
∴ টিটুর সঞ্চয় = (২০x - ১৫x) টাকা
= ৫x টাকা
∴ শতকরা মাসিক সঞ্চয় = {(৫x/২০x) × ১০০}%
= ২৫%
∴ তার মাসিক সঞ্চয় = ২৫%।
0
Updated: 1 month ago