রাহাত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৭:৪৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কাজ করে। সপ্তাহে মোট কত ঘণ্টা কাজ করে?
A
৩৭ ঘণ্টা ৪৫ মিনিট
B
৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
C
৩৮ ঘণ্টা ১৫ মিনিট
D
৩৭ ঘণ্টা ৩০ মিনিট
উত্তরের বিবরণ
প্রশ্ন: রাহাত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৭:৪৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কাজ করে। সপ্তাহে মোট কত ঘণ্টা কাজ করে?
সমাধান:
প্রথমে প্রতিদিনের কাজের সময় বের করব।
সকাল ৭ : ৪৫ থেকে বিকাল ৩ : ৩০ পর্যন্ত কাজ করে, অর্থাৎ,
বিকাল ৩ : ৩০ = ১৫ : ৩০ (২৪-ঘণ্টার ঘড়িতে)
∴ সময় = ১৫ : ৩০ - ৭ : ৪৫ = ৭ : ৪৫
এখন,
শনিবার থেকে বুধবার = ৫ দিন।
∴ সপ্তাহে মোট কাজের সময় = ৫ × ৭ ঘন্টা ৪৫ মিনিট
= ৫ × ৭.৭৫ ঘণ্টা
= ৩৮.৭৫ ঘণ্টা
= ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
∴ প্রতি সপ্তাহে রাহাত ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট কাজ করে।
0
Updated: 1 month ago
যাদব ২৪০ টাকায় একই রকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কলম কনেছিল-
Created: 2 weeks ago
A
১৩টি
B
১৪টি
C
১৫টি
D
১৬টি
সমাধান:
ধরা যাক, কলমের সংখ্যা =
তাহলে প্রতি কলমের দাম = টাকা
যদি একটি কলম বেশি পেত, অর্থাৎ কলম নিত,
তাহলে প্রতি কলমের দাম হতো টাকা
প্রশ্ন অনুযায়ী,
উত্তর: ১৫টি
0
Updated: 2 weeks ago
নিচের কোনটি ভিন্ন?
Created: 1 month ago
A
A
B
B
C
C
D
D
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
সমাধান:
"C" ব্যতীত বাকি সবগুলোর ভেতর ও বাহিরের জ্যামিতিক গঠন একই।
"A" চিত্রে - ভেতরেও বৃত্ত এবং বাহিরেও বৃত্ত।
"B" চিত্রে - ভেতরেও বর্গ এবং বাহিরেও বর্গ।
"D" চিত্রে - ভেতরেও আয়ত এবং বাহিরেও আয়ত।
কিন্তু, "C" চিত্রে - ভেতরে বৃত্ত এবং বাহিরে আয়ত।
সুতরাং, "C" ভিন্ন
0
Updated: 1 month ago
If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
Created: 1 month ago
A
Obtain
B
Mantain
C
Captain
D
Certain
প্রশ্ন: If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
সমাধান:
যেহেতু A = 2, B = 3, C = 4 অর্থাৎ alphabetical ক্রম + ১।
অতএব, 4, 2, 17, 21, 2, 10, 15
এর জন্য alphabetical ক্রম,
3, 1, 16, 20, 1, 9, 14
c a p t a i n
0
Updated: 1 month ago