নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
A
নীলদর্পন
B
বহিপির
C
বিলেতে সাড়ে সাতশ দিন
D
রক্তাক্ত প্রান্তর
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
সমাধান:
-
'নীলদর্পণ' (১৮৬০): দীনবন্ধু মিত্র রচিত একটি বিখ্যাত নাটক
-
'বহিপীর' (১৯২২): সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি বিখ্যাত নাটক
-
'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২): মুনীর চৌধুরী রচিত একটি বিখ্যাত নাটক
তুলনায়, 'বিলেতে সাড়ে সাতশ দিন' একটি বাংলা ভ্রমণকাহিনী, যা লিখেছেন মুহম্মদ আবদুল হাই।
সুতরাং, অসামঞ্জস্যপূর্ণ শব্দটি হলো: বিলেতে সাড়ে সাতশ দিন
0
Updated: 1 month ago
ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?
Created: 1 month ago
A
15 kg
B
20 kg
C
24 kg
D
30 kg
প্রশ্ন: ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?
সমাধান:
সমাধান:
ধরি,
B প্রান্তে ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
30 × 12 = 15x
⇒ 15x = 360
⇒ x = 360/15
⇒ x = 24
অতএব লিভার টি তে ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে 24 কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে।
0
Updated: 1 month ago
২৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ২৮ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
১৭৫ মিটার
B
২২৫ মিটার
C
২০০ মিটার
D
১৮০ মিটার
প্রশ্ন: ২৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ২৮ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৫৪ কি.মি./ঘণ্টা
= (৫৪ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
= ১৫ মি./সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ১৫ মিটার
∴ ২৮ সেকেন্ডে যায় (১৫ × ২৮) = ৪২০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৪২০ - ২৪০ = ১৮০ মিটার
0
Updated: 1 month ago
একটি পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের কয়েকজন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন এবং প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে। পরিবারের মোট সদস্যসংখ্যা কত?
Created: 1 month ago
A
৭ জন
B
৮ জন
C
১২ জন
D
১৪ জন
প্রশ্নটিকে ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক।
প্রদত্ত তথ্য:
-
পরিবারে স্বামী ও স্ত্রী = ২ জন।
-
সন্তানদের মধ্যে প্রতিটি ছেলের ২ জন বোন আছে।
-
সন্তানদের মধ্যে প্রতিটি মেয়ের ৩ জন ভাই আছে।
সমাধান:
-
ধরুন, ছেলে = এবং মেয়ে =
-
প্রতিটি ছেলের ২ জন বোন →
-
প্রতিটি মেয়ের ৩ জন ভাই →
মোট সন্তান সংখ্যা:
মোট পরিবার সদস্য: স্বামী + স্ত্রী + সন্তান =
উপসংহার:
পরিবারের মোট সদস্য সংখ্যা = ৭ জন।
0
Updated: 1 month ago