ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে ভর কত হবে?
A
13.5 kg
B
15 kg
C
17.5 kg
D
12 kg
উত্তরের বিবরণ
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে ভর কত হবে?
সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l1 = 6 m
বামদিকের বস্তুর ভর w1 = 22.5 kg
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l2 = 10 m
ডানদিকের বস্তুর ভর w2 = ? kg
এখন,
l1 × w1 = l2 × w2
⇒ 6 × 22.2 = 10 × w2
⇒ 135 = 10 × w2
⇒ w2 = 135/10
∴ w2 = 13.5
∴ ভর হবে = 13.5 kg

0
Updated: 21 hours ago
মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
Created: 1 week ago
A
উত্তর দিকে
B
পশ্চিম দিকে
C
দক্ষিণ দিকে
D
পূর্ব দিকে
প্রশ্ন: মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
সমাধান:
এক্ষেত্রে, ডান + ডান = ২ ডান = বিপরীত দিক, অর্থাৎ মুকুল এখন পূর্ব দিকের বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকে হাঁটছে।

0
Updated: 1 week ago
চট্টগ্রাম থেকে রাজশাহী রেলপথে মোট ২০টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
Created: 2 days ago
A
৪০০টি
B
৩৬১টি
C
৪৮০টি
D
৩৮০টি
যেহেতু, প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে,
তাই প্রত্যেক যাত্রী টিকেট কিনতে পারবে = (২০ - ১) = ১৯টি [নিজ স্টেশনের টিকেট কিনার প্রয়োজন নেই তাই মোট স্টেশন থেকে ১ বিয়োগ করা হয়েছে]
∴ মোট টিকেট রাখতে হবে = (২০ × ১৯)টি
= ৩৮০টি

0
Updated: 2 days ago
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
Created: 2 weeks ago
A
১১
B
১৩
C
১৪
D
১৭
মানসিক দক্ষতা
দশমিক-ভগ্নাংশ (Decimal Fraction)
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
সমাধান:
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ ১৭ ।
প্রদত্ত অনুক্রমটিতে দুইটি ভিন্ন অনুক্রম বিদ্যমান।
→ ১ম অনুক্রম,
৩, ৪, ৫, ৬, ৭, ৮, ............ (সাধারণ অন্তর ১)
→ ২য় অনুক্রম,
৫, ৮, ১১, ১৪, ১৭, ............... (সাধারণ অন্তর ৩)
→ প্রদত্ত অনুক্রমটিকে বর্ধিত করে পাই,
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ১৪, ৭, ১৭, ৮, .........
∴ অনুক্রমটির দশম পদ ১৭ ।

0
Updated: 2 weeks ago