Choose the correct option: Even as harvesting was going on -
A
the rainy season began.
B
the rainy season was began.
C
the rainy season had began.
D
the rainy season begins.
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the rainy season began.
- Complete sentence: Even as harvesting was going on the rainy season began.
• বাক্যে principal এবং subordinate clause একই tense এর হওয়া বাঞ্ছনীয়।
- যদি principal clause present tense এ হয় তবে subordinate clause টি যেকোনো tense এর হয়ে পারে।
- দুইটি clause এর মাঝে কোনো conjunction আসলে তখন নিয়মানুযায়ী tense এর পরিবর্তন ঘটতে পারে।
• নিয়মানুযায়ী, অপশন ক) the rainy season began সঠিক।
- খ) অপশনে was begun না হয়ে শুধু began হওয়া উচিত ছিলো, কারণ begun হচ্ছে verb এর past participle form তাই এর পূর্বে have/has/had বসে।
- গ) এবং ঘ) অপশন এই নিয়ম অনুসরণ না করায় তা সঠিক নয়।
0
Updated: 3 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Each student and each teacher have submitted their documents.
B
Each student and each teacher has submitted his or her document.
C
Each student and each teacher has submitted their documents.
D
Each student and each teacher have submitted his document.
সঠিক উত্তর হলো খ) Each student and each teacher has submitted his or her document।
-
"Each student and each teacher"—এখানে "each" প্রতিটি noun-এর আগে ব্যবহার হওয়ায় subject singular হিসেবে গণ্য হবে।
-
Singular subject-এর জন্য verb হবে has, এবং possessive pronoun হবে his or her, কারণ student ও teacher উভয়ই পুরুষ বা নারী হতে পারে।
-
Their একটি plural pronoun, যা singular subject-এর জন্য formal English-এ ব্যবহার করা উচিত নয়।
-
তাই ব্যাকরণগতভাবে সঠিক, স্পষ্ট এবং gender-inclusive বাক্য হলো: "Each student and each teacher has submitted his or her document"। এটি subject-verb agreement এবং pronoun agreement উভয় ক্ষেত্রেই সঠিক।
Other options:
-
ক) Each student and each teacher have submitted their documents
-
ভুল, কারণ subject singular হওয়া সত্ত্বেও have (plural verb) এবং their (plural pronoun) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Each student and each teacher has submitted their documents
-
ভুল, কারণ their singular subject-এর সাথে formal grammar অনুযায়ী সঠিক নয়।
-
-
ঘ) Each student and each teacher have submitted his document
-
ভুল, কারণ have (plural verb) singular subject-এর সাথে ব্যবহার করা হয়েছে এবং his gender-exclusive।
-
0
Updated: 1 month ago
Choose the correctly spelt word:-
Created: 2 months ago
A
Superceed
B
Superseed
C
Supercede
D
Supersede
Supersede (verb-transitive)
English Meaning: To replace something older, less effective, or less important or official.
Bangla Meaning: স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা: Buses have superseded carriages for long-distance travel.
Synonyms: Replace (প্রতিস্থাপন করা), Supplant (স্থান দখল করা), Override (পদদলিত করা বা অগ্রাহ্য করা), Displant (স্থানান্তর), Replace, (প্রতিস্থাপন)।
Antonyms: Keep (রাখা), Retain (অব্যাহত রাখা), Stay (থাকা), Retain (ধরে রাখা), Stay (থাকা), Submit (জমা দেয়া)।
Other Forms: Supersession [সূপাসেশ্ন্] (noun) নির্বতন; অপসারণ; নিরাকরণ; অপরের স্থানগ্রহণ।
Example Sentence:
1. Wireless broadband could supersede satellite radio one day.
2. This edition of the book supersedes the previous one.
Source: Live MCQ Lecture.
0
Updated: 2 months ago
Which sentence is correct?
Created: 3 months ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
0
Updated: 3 months ago