প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
৬
B
৯
C
১১
D
১০
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
উপরের তিনটি যোগফল ÷ ১০
১ম চিত্রে,
(১২ + ২৮ + ৩০) ÷ ১০
⇒ ৭০ ÷ ১০ = ৭
২য় চিত্রে,
(১৮ + ৪২ + ২০) ÷ ১০
⇒ ৮০ ÷ ১০ = ৮
৩য় চিত্রে,
(৪০ + ৪৫ + ১৫) ÷ ১০
⇒ ১০০ ÷ ১০ = ১০
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১০ সংখ্যাটি বসবে।

0
Updated: 21 hours ago
মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
Created: 1 week ago
A
উত্তর দিকে
B
পশ্চিম দিকে
C
দক্ষিণ দিকে
D
পূর্ব দিকে
প্রশ্ন: মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
সমাধান:
এক্ষেত্রে, ডান + ডান = ২ ডান = বিপরীত দিক, অর্থাৎ মুকুল এখন পূর্ব দিকের বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকে হাঁটছে।

0
Updated: 1 week ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 1 week ago
A
৫ টি
B
৭ টি
C
৮ টি
D
১০ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
সাধারণ ত্রিভুজ হলো- AJF, FBG, GCH, HDI, IEJ অর্থাৎ ৫ টি।
দুইটি রেখা ছেদ করেছে এমন ত্রিভুজ হলো- EBH, AIC, EFC, ADG, BJD অর্থাৎ ৫ টি।
∴ মোট ত্রিভুজ = (৫ + ৫) টি = ১০ টি

0
Updated: 1 week ago
Sword : Warrior : : Pen : ?
Created: 2 weeks ago
A
Painter
B
Poet
C
Writer
D
Singer
প্রশ্ন:
-
Sword : Warrior :: Pen : ?
সমাধান:
-
Sword : Warrior → তলোয়ার : যোদ্ধা
-
অনুরূপভাবে, Pen : Writer → কলম : লেখক
কারণ:
-
যোদ্ধার হাতিয়ার হলো তলোয়ার
-
লেখকের হাতিয়ার হলো কলম
অর্থ:
সঠিক উত্তর:

0
Updated: 2 weeks ago