'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
A
বোন
B
মা
C
ভাই
D
চাচি
উত্তরের বিবরণ
প্রশ্নটি হলো: 'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
সমাধান:
-
'ম' হলো ল এর মা
-
ল হলো শ এর ভাই
সুতরাং, 'ম' শ এরও মা।

0
Updated: 21 hours ago
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 2 weeks ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
যে কোনো দিকে
D
গিয়ারটি ঘুরবে না
প্রশ্ন: Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
A, B, X, Y এবং Z পাঁচটি গিয়ার পরস্পর সংযুক্ত অবস্থায় আছে।
এমতাবস্থায় Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্রদত্ত গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
Z(ঘড়ির কাঁটার বিপরীতে) - Y(ঘড়ির কাঁটার দিকে) - X(ঘড়ির কাঁটার বিপরীতে) - B(ঘড়ির কাঁটার দিকে) - A(ঘড়ির কাঁটার বিপরীতে)

0
Updated: 2 weeks ago
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়
Created: 20 hours ago
A
কমা
B
সেমিকোলন
C
ড্যাশ
D
কোনটিই নয়
প্রশ্ন: বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
সমাধান:
ড্যাশ (_) চিহ্ন ব্যবহার করা হয়। ড্যাশ এবং হাইফেনের মধ্যে পার্থক্য হলো—ড্যাশ হাইফেনের চেয়ে বেশি লম্বা, এবং দুটি হাইফেন পাশাপাশি জোড়া দিলে তা ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়।
ড্যাশ চিহ্নের ব্যবহার:
-
কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে:
-
উদাহরণ: "আমার একমাত্র সম্মল_আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান।"
-
-
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে:
-
উদাহরণ:
-
"বেহাই, আমি তো কিছু বলিতে পারি না। একবার তাহলে বাড়ির মধ্যে_"
-
বাবা গর্জিয়া উঠিলেন, "বটে রে_"
-
-
-
গল্প বা উপন্যাসে প্রসঙ্গ পরিবর্তন বা ব্যাখ্যা বোঝাতে:
-
উদাহরণ:
-
"শিশির_না, এ নামটা আর ব্যবহার করা চলিল না।"
-
"অ্যাঁ_এ হইল কী? কলি কি সত্যই উল্টাইতে বসিল?"
-
-
-
নাটক বা সংলাপের আগে:
-
উদাহরণ: "_হ গীত না তর মাথা। _অপরাধ স্বীকার করলে?"
-
উৎস:

0
Updated: 20 hours ago
ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
Created: 2 weeks ago
A
পশ্চিম
B
পূর্ব
C
উত্তর
D
দক্ষিণ
প্রশ্ন: ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
সমাধান:
তিনি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

ভোরবেলায় সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করলে ঐ ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন। (a থেকে b তে )
১০ মিনিট পর বামদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(b থেকে c তে)
২০ মিনিট হাঁটার পর আবার বামদিকে ঘুরলেন অর্থাৎ পূর্বদিকে ঘুরলেন।(c থেকে d তে)
কিছুক্ষন পর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(d থেকে e তে)
অর্থাৎ ঐ ব্যক্তি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

0
Updated: 2 weeks ago