'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
A
একই স্বভাবের দোষে দোষী
B
বাইরের বিপদ ঘরে টেনে আনা
C
একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেয়া
D
কষ্টের ওপর আরো কষ্ট
উত্তরের বিবরণ
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদের অর্থ হলো একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেওয়া। এ ধরনের আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
এক ক্ষুরে মাথা কামানো: একই স্বভাবের দোষে দোষী
-
খাল কেটে কুমির আনা: বাইরের বিপদ ঘরে টেনে আনা
-
গোদের ওপরে বিষফোঁড়া: কষ্টের ওপর আরও কষ্ট
উৎস:

0
Updated: 21 hours ago
'Autocracy'-এর পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
স্বদেশী
B
স্বশাসিত
C
স্বশাসন
D
স্বৈরতন্ত্র
'Autocracy'-এর পারিভাষিক শব্দ = স্বৈরতন্ত্র।
অন্যদিকে,
Indigenous- -এর পারিভাষিক শব্দ = স্বদেশী।
Autonomous- -এর পারিভাষিক শব্দ = স্বশাসিত।
Autonomy- -এর পারিভাষিক শব্দ = স্বশাসন।

0
Updated: 1 week ago
অভিধানে ং, ঃ, ঁ, - এই বর্ণগুলোর অবস্থান কোথায়?
Created: 2 days ago
A
স্বরবর্ণের আগে
B
স্বরবর্ণের শেষে
C
ব্যঞ্জনবর্ণের শেষে
D
এদের নির্দিষ্ট অবস্থান নেই
বাংলা একাডেমি অভিধানে বর্ণগুলোর বিন্যাস বিশেষ নিয়ম অনুসরণ করে, যা বাংলা ভাষার ধ্বনিগত বৈশিষ্ট্য এবং ব্যাকরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই বিন্যাসে হসযুক্ত ব্যঞ্জন, যুক্তব্যঞ্জন, অনুস্বার, বিসর্গ ও চন্দ্রবিন্দু এবং কিছু ব্যঞ্জনের অবস্থান নির্দিষ্টভাবে নির্ধারিত।
• ড় এবং ঢ় - ড়কে ড-এর পরে, ঢ়-কে ঢ-এর পরে বিন্যস্ত করা হয়েছে।
• হসযুক্ত ব্যঞ্জন - হসযুক্ত ব্যঞ্জনকে তার অব্যবহিত পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্তব্যঞ্জনরূপে বিবেচনা করা হয়।
• ৎ (= ত্) - স্বরযুক্ত ত-এর পরে এবং ত-এর সঙ্গে যুক্ত ব্যঞ্জনের অব্যবহিত পূর্বে স্থান নির্ধারণ করা হয়েছে।
• অন্যান্য হসযুক্ত ব্যঞ্জন - একই নীতি অনুসরণ করা হয়েছে।
• য় - য-এর পরে বিন্যস্ত করা হয়েছে।
• অনুস্বার (ং), বিসর্গ (ঃ) ও চন্দ্রবিন্দু (ঁ) - স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জনবর্ণের পূর্বে বিন্যাস করা হয়েছে।

0
Updated: 2 days ago
'দাঁত ফোটানো' বাগ্ধারার অর্থ কী?
Created: 18 hours ago
A
ইশারা করা
B
যোগ্য করে গড়ে তোলা
C
কঠিন বিষয় আয়ত্ত করা
D
কৃত্রিম হাসি হাসা
বাংলা ভাষায় বাগ্ধারা কথোপকথন ও লেখায় অর্থকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জলভাবে প্রকাশ করার একটি উপায়। কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ নিচে দেওয়া হলো।
-
দাঁত ফোটানো : কঠিন বিষয় আয়ত্ত করা
-
কেউকেটা : বিশিষ্ট ব্যক্তি
-
কূপমণ্ডূক : সীমাবদ্ধ জ্ঞান
-
উনপাঁজুরে : দুর্বল ও ব্যক্তিত্বহীন
-
ডাকাবুকো : নির্ভীক
-
দেঁতো হাসি : কৃত্রিম হাসি
উৎস:

0
Updated: 18 hours ago