Complete the following sentence. If I had known you were coming-
A
I would go to the station.
B
I had gone to the station.
C
I would have gone to the station.
D
I would be going to the station.
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণ: I would have gone to the station.
-
পূর্ণ বাক্য: If I had known you were coming, I would have gone to the station.
• এ ধরনের বাক্য Third Conditional এর উদাহরণ।
-
কারণ, এর প্রথম অংশে রয়েছে: If + subject + past perfect
-
তাই দ্বিতীয় অংশে হবে: subject + would/could/might + have + past participle + বাকির অংশ
🔹 Structure (গঠন):
If + Subject + Past Perfect, Subject + would/could/might + have + Past Participle + Extension
0
Updated: 3 months ago
The student who is hardworking passed the test. (Simple)
Created: 2 months ago
A
Hardworking student passed the test.
B
A hardworking student passed the test.
C
The student hardworking passed the test.
D
A student of hardworking passed the test.
The correct answer is - খ) A hardworking student passed the test.
• Subject + relative pronoun (who/which / that) + adjective যুক্ত complex sentence কে simple sentence এ রূপান্তরের নিয়ম:
(i) প্রথমে the-এর পরিবর্তে a / an বসে +
(ii) relative pronoun এর পরের adjective টি বসে +
(ii) প্রদত্ত subject টি বসে +
(iv) প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশটি বসে।
• Example:
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test.
• More example:
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result.
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.
ব্যাখ্যাঃ নিয়ম অনুযায়ী article an বসেছে প্রদত্ত adjective industrious বসেছে+ subject boy বসেছে + can থেকে life পর্যন্ত বসেছে।
Other options
ক) Hardworking student passed the test.
এখানে article ("a" বা "the") দরকার।
গ) The student hardworking passed the test.
adjective + noun এর মধ্যে word order ভুল।
ঘ) A student of hardworking passed the test.
"of hardworking" ভুল phrase। তাই বাক্যটি ভুল।
0
Updated: 2 months ago
The synonym of “Surfeit” is -
Created: 1 month ago
A
Inadequacy
B
Fervent
C
Primitive
D
Overflow
সঠিক উত্তর হলো – ক) Will the students be being guided by the teacher?
Interrogative Passive Voice নিয়ম:
-
Active Interrogative: Shall/Will + S + be + V(ing) + O?
-
উদাহরণ: Will the teacher be guiding the students?
-
-
Passive Interrogative: Shall/Will + S + be being + V (p.p.) + by + O?
-
উদাহরণ: Will the students be being guided by the teacher?
-
আরও উদাহরণ:
-
Active: Will Rubel be teaching his brother?
Passive: Will his brother be being taught by Rubel?
Other options ব্যাখ্যা:
-
খ) Will the students guided by the teacher? → ভুল গঠন।
-
গ) Will the students being guided by the teacher? → ভুল গঠন।
-
ঘ) Will be being guided the students by the teacher? → অপ্রাসঙ্গিক ও ব্যাকরণগতভাবে ভুল।
0
Updated: 1 month ago
Her account of the events was so _____ that the committee had no choice but to question her credibility.
Created: 1 month ago
A
implausible
B
credible
C
irrefutable
D
veritable
• Complete sentence:
Her account of the events was so implausible that the committee had no choice but to question her credibility.
-
Bangla meaning: ঘটনাবলী সম্পর্কে তার বর্ণনা এতটাই অবিশ্বাস্য ছিল যে, কমিটির কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়া আর কোন উপায় ছিল না।
• Given options:
-
ক) implausible — অবিশ্বাস্য; অকল্পনীয়
-
খ) credible — বিশ্বাসযোগ্য
-
গ) irrefutable — মিথ্যা প্রমাণ করা যায় না এমন; অখণ্ডনীয়; অকাট্য
-
ঘ) veritable — সত্যিকার; যথার্থ; প্রকৃত
-
ঙ) cogent — (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ক) implausible
-
কারণ বাক্যটিতে বলা হয়েছে যে কমিটি তার বক্তব্যের কারণে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর অর্থ হল তার বক্তব্য অবিশ্বাস্য ছিল।
-
'Implausible' অর্থ হলো বিশ্বাসযোগ্য নয় বা সত্য হওয়ার সম্ভাবনা কম, যা সরাসরি ব্যাখ্যা করে কেন কমিটি তাকে সন্দেহ করেছিল।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago