'ঘাড়ের ভূত নামানো' প্রবাদটি কী অর্থে ব্যবহৃত হয়?
A
নিজেকে সংশ্লিষ্ট না করা
B
দুর্বুদ্ধি ত্যাগ করা
C
অপ্রাসঙ্গিক কাজ করা
D
কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
উত্তরের বিবরণ
'ঘাড়ের ভূত নামানো' প্রবাদের অর্থ হলো দুর্বুদ্ধি ত্যাগ করা। এর alongside আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর অর্থ ভিন্ন।
-
কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো: নিজেকে সংশ্লিষ্ট না করা
-
ধান ভানতে শিবের-গীত্র / ধেনো হাটে ওল নামানো: অপ্রাসঙ্গিক কাজ করা
-
ধারে না হলে ভারে কাটে: কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
উৎস:
0
Updated: 1 month ago
'গির্জা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
Created: 2 months ago
A
ফারসি
B
পর্তুগিজ
C
ওলন্দাজ
D
পাঞ্জাবি
‘গির্জা’ শব্দের উৎস: বাংলা একাডেমীর আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘গির্জা’ শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে।
-
অর্থ: খ্রিষ্টধর্ম অনুসারীদের উপাসনালয় বা প্রার্থনালয়।
-
কিছু গুরুত্বপূর্ণ পর্তুগিজ উৎসের বাংলা শব্দ:
-
আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি।
-
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
0
Updated: 2 months ago
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
Created: 1 month ago
A
দীর্ঘ
B
অতিদীর্ঘ
C
সংক্ষিপ্ত
D
অপরিবর্তিত
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া সংক্ষিপ্ত হয়
0
Updated: 1 month ago
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন–
Created: 2 months ago
A
দেবেন্দ্রনাথ ঠাকুর
B
অক্ষয়কুমার দত্ত
C
রাজা রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যে প্রথমবার বিরাম চিহ্নের সুষ্ঠু ও নিয়মিত ব্যবহার করেন অক্ষয়কুমার দত্ত।
তিনি “সম্বাদ প্রভাকর” ও অন্যান্য লেখায় গদ্যের যুক্তি ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কমা, দাঁড়ি, সেমিকোলন ইত্যাদি বিরামচিহ্ন ব্যবহার শুরু করেন।
যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যকে দৃঢ় ভিত্তি দেন, তবুও বিরামচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে কৃতিত্ব প্রধানত অক্ষয়কুমার দত্তের।
0
Updated: 2 months ago