সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
A
স্রবণ - স্রুতি
B
শোনা - স্রুতি
C
স্রবণ - শ্রুতি
D
সোনা - শ্রবণ
উত্তরের বিবরণ
সমার্থক অর্থ প্রকাশকারী একটি শব্দজোড় হলো 'স্রবণ - স্রুতি', যেখানে উভয়েরই অর্থ ক্ষরণ। এ ধরনের আরও কিছু শব্দজোড় রয়েছে, যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন।
-
শোনা: শ্রবণ করা
-
সোনা: স্বর্ণ
-
শ্রবণ: কর্ণ, শোনা
-
স্রবণ: ক্ষরণ
-
স্রুতি: ক্ষরণ
-
শ্রুতি: শ্রবণ
উৎস:

0
Updated: 21 hours ago
"তাম্বুল রাতুল হইল অধর পরশে।” - অর্থ কী?
Created: 1 month ago
A
ঠোঁটের পরশে পান লাল হল
B
পানের পরশে ঠোঁট লাল হল
C
অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
D
অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
পদ্মাবতী কাব্যগ্রন্থ
মহাকবি সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী একটি রোমান্টিক প্রণয়োপাখ্যানধর্মী কাব্য। তাঁর অসাধারণ কাব্য প্রতিভার কারণে আলাওল আরাকান অমাত্য সভায় (মন্ত্রিসভায়) স্থান পান।
১৬৪৮ সালে, প্রধান অমাত্য কোরেশী মাগন ঠাকুরের অনুরোধে আলাওল হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সী-এর পদুমাবৎ কাব্য অবলম্বনে পদ্মাবতী রচনা করেন। কাব্যটিতে দুইটি পর্ব রয়েছে:
-
প্রথম পর্ব: চিতোর রাজা রত্নসেন পদ্মাবতীকে লাভ করার সফল অভিযান।
-
দ্বিতীয় পর্ব: দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির পদ্মাবতীকে পাওয়ার ব্যর্থ সামরিক অভিযান।
পদ্মাবতীর রূপবর্ণনা (উদাহরণ):
"সুচারু সুরস অতি রাতুল অধর।
লাজে বিম্ব বান্ধুলি গমন বনান্তর।।
মানিক্য প্রবাল অতি নীরস কর্কশ।
অধরের অমিয় স্রবে এই মহারস।।
রক্ত উৎপল লাজে জলান্তরে বৈসে।
তাম্বুল রাতুল হৈল অধর পরশে।।"
উপরের শেষ পঙ্ক্তি ব্যাখ্যা করলে দেখা যায়:
-
তাম্বূল = পান
-
রাতুল = লাল
-
অধর = ঠোঁট
অতএব, কবি বলতে চেয়েছেন, ‘ঠোঁটের স্পর্শে পান লাল হয়ে উঠল’।
উৎস:
-
ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়?
Created: 1 week ago
A
ঋণ
B
শোণিত
C
বর্ণনা
D
ভীষণ
'শোণিত' শব্দে স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়।
• ণ-ত্ব বিধান সূত্র:
- ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন : ঋণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
• কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়।
যেমন:
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা।
কল্যাণ, শোণিত, মণি, স্বাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু বিপণি, গণিকা। আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ।
চিক্কণ, নিক্কণ, তৃণ, কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পণ্য, বাণ।

0
Updated: 1 week ago
চন্দ্রের প্রতিশব্দ নয়-
Created: 1 month ago
A
সোম
B
হিমাংশু
C
সবিতা
D
দ্বিজরাজ
চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা । চন্দ্রের প্রতিশব্দ হলো: দ্বিজরাজ, সোম, হিমাংশু ।এরুপ- সুধাকর, শশী, নিশাকর, রজনীকান্ত ইত্যাদি।

0
Updated: 1 month ago