Choose the Victorian period time frame.
A
1852-1961
B
1862-1921
C
1832-1901
D
1832-1961
উত্তরের বিবরণ
The Victorian Period [1832-1901] হলো 19th century-এর ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ যুগ, যা Queen Victoria-র নামে নামকরণ করা হয়েছে। যদিও Queen Victoria 1837 সালে ক্ষমতায় আসেন, এই যুগের সূচনা ধরা হয় 1832 সাল থেকে, কারণ এই সময় থেকেই সাহিত্যে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়।
• Victorian Period:
-
সময়কাল: 1832–1901
-
সাহিত্যিক বৈশিষ্ট্যে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় থেকে
-
1883 সালে Fabian Society প্রতিষ্ঠিত হয়, যা class-struggle-এ সহিংসতা এড়াতে কাজ করত; G.B. Shaw ছিল এর একজন সদস্য
• Victorian Period-এর প্রধান দুটি সময়কাল:
-
The Pre-Raphaelites: 1848–1860
-
Aestheticism & Decadence: 1880–1901
• Notable Writers of the Victorian Age:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler ইত্যাদি
0
Updated: 1 month ago
1832-1901 - This is the time frame of -
Created: 2 months ago
A
The Restoration Period
B
The Romantic Period
C
The Victorian Period
D
The Modern Period
The Victorian Period (1832–1901)
-
ইংরেজি সাহিত্যের 19শ শতাব্দীকে Victorian Period বলা হয়।
-
নামকরণ Queen Victoria-এর নামে। যদিও তিনি 1837 সালে সিংহাসনে বসেন, সাহিত্যিক পরিবর্তন 1832 সাল থেকে লক্ষ্য করা যায়।
-
Fabian Society 1883 সালে প্রতিষ্ঠিত হয়, শ্রেণী সংগ্রামে হিংসা এড়াতে। G.B. Shaw ছিলেন এর সদস্য।
Victorian Period-এর প্রধান দুইটি উপ-সময়কাল:
-
The Pre-Raphaelites: 1848–1860
-
Aestheticism & Decadence: 1880–1901
উল্লেখযোগ্য লেখক:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler
English Literature Periods and Sub-Ages
-
Old English Period: 450–1066
-
Middle English Period: 1066–1500
-
Anglo-Norman Period
-
Age of Chaucer
-
-
Renaissance Period: 1500–1660
-
Elizabethan Period (1558–1603)
-
Jacobean Period (1603–1625)
-
Caroline Period (1625–1649)
-
Commonwealth Period (1649–1660)
-
-
Neoclassical Period: 1660–1785
-
Restoration Period (1660–1700)
-
Augustan Period (1700–1745)
-
Age of Sensibility (1745–1785/1798)
-
-
Romantic Period: 1798–1832
-
Victorian Period: 1832–1901
-
Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
-
-
Modern Period: 1901–1939
-
Edwardian Period (1901–1910)
-
Georgian Period (1910–1939)
-
-
Post-Modern Period: 1939–present
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago
Who translated the 'Rubaiyat of Omar Khayyam' into English?
Created: 2 months ago
A
Thomas Carlyle
B
Edward Fitzgerald
C
D. G. Rossetti
D
William Thackeray
Edward Fitzgerald এবং The Rubáiyát of Omar Khayyám
-
ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক Edward Fitzgerald ১৮৫৯ সালে পারস্য ভাষার কাব্যগ্রন্থ The Rubáiyát of Omar Khayyám ইংরেজিতে অনুবাদ করেন।
-
যদিও এটি একটি অনুবাদ, Fitzgerald এর ইংরেজি রচনার স্বাতন্ত্র্য এবং শৈলীর কারণে এটি ইংরেজি সাহিত্যের ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।
-
এটি বিশ্বের সবচেয়ে পরিচিত লিরিক কবিতাগুলোর মধ্যে একটি, এবং এর অনেক বিখ্যাত উক্তি সাধারণ কথ্য ভাষায়ও ব্যবহৃত হয়।
The Rubáiyát of Omar Khayyám
-
মূলত পারস্যের যুগশ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ ওমার খৈয়াম এর রচনায় অনুপ্রাণিত, তবে Fitzgerald এর কাজ কেবল সরাসরি অনুবাদ নয়, বরং মৌলিক রচনার সঙ্গে মূল গ্রন্থের ভাব তুলে ধরেছে।
-
প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে। ইংরেজি সংস্করণে Fitzgerald ওমার খৈয়ামকে “the Astronomer-Poet of Persia” নামে পরিচয় দেন।
-
এটি ইংরেজি সাহিত্যের একটি প্রখ্যাত লিরিক কবিতা হিসেবে স্বীকৃত।
-
ওমার খৈয়ামের জীবদ্দশায় তিনি মূলত গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন; কবি হিসেবে তার খ্যাতি জীবদ্দশায় কম ছিল। তার ধর্মীয় বিশ্বাস এবং দার্শনিক চিন্তাধারার উপরও বিভিন্ন মতামত রয়েছে।
-
এর কারণে Rubáiyát নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক ছিল—কোনটি খৈয়ামের নিজস্ব রচনা, কোনটি নয় তা নিয়ে বিশ্লেষকরা মতবিরোধ করেছেন।
Edward Fitzgerald
-
ইংরেজিতে পারস্য মহাকাব্য The Rubáiyát of Omar Khayyám অনুবাদ করেছিলেন।
-
জন্ম: ৩১ মার্চ, ১৮০৯, ইংল্যান্ডে।
-
শিক্ষা: Trinity College, Cambridge, যেখানে তিনি William Makepeace Thackeray এর সঙ্গে আজীবনের বন্ধুত্ব গড়েছিলেন।
প্রধান কাব্যগ্রন্থ:
-
The Rubáiyát of Omar Khayyám
সূত্র: Britannica, Live MCQ Lecture
0
Updated: 2 months ago
Wuthering Heights was written during -
Created: 1 month ago
A
Romantic period
B
Victorian period
C
Modern period
D
Postmodern period
সঠিক উত্তর: খ) Victorian period
Wuthering Heights হলো Emily Bronte-এর লেখা একটি Gothic Novel, যা ১৮৪৭ সালে তার ছদ্মনাম Ellis Bell-এর মাধ্যমে প্রকাশিত হয়। উপন্যাসটি সেই সময়ের অন্যান্য সাহিত্যকর্ম থেকে আলাদা, কারণ এতে dramatic ও poetic presentation, authorial intrusion-এর অভাব, এবং অসাধারণ কাঠামো লক্ষ্য করা যায়।
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম ছেলে, যিনি অন্যের আশ্রয়ে বড় হন এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সঙ্গে প্রেমে পড়ে।
-
Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff নিরুদ্দেশ হয়ে যায়, পরে ফিরে এসে অঢেল অর্থবিত্তের মালিক হয়ে প্রাক্তন প্রেমিকা ও তার পরিবারকে প্রভাবিত করতে চেষ্টা করেন।
-
উপন্যাসের কাহিনী এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে বিস্তৃত হয়, যেখানে পরিবারের শিশুদেরও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (কেন্দ্রীয় চরিত্র)
-
Lockwood
Emily Bronte:
-
ভিক্টোরিয়ান যুগের একজন স্বনামধন্য সাহিত্যিক, Charlotte Bronte-এর ছোট বোন।
-
Wuthering Heights উপন্যাসের মাধ্যমে তার সাহিত্যিক পরিচিতি প্রতিষ্ঠিত হয়।
-
মাত্র ৩০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
উৎস:
0
Updated: 1 month ago