The Bluest Eye is a/an -
A
poem
B
novel
C
play
D
short story
উত্তরের বিবরণ
The Bluest Eye হলো Toni Morrison রচিত একটি novel, যা ১৯৭০ সালে প্রকাশিত হয়।
• The Bluest Eye:
-
রচয়িতা: Toni Morrison
-
ধরণ: Novel
-
প্রকাশ: ১৯৭০
• Toni Morrison:
-
একজন American novelist, essayist, এবং editor
-
Princeton University-এ প্রফেসর ছিলেন
• উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Beloved
-
Song of Solomon
-
The Bluest Eye

0
Updated: 22 hours ago
Which of the following novels is not written by an English writer?
Created: 1 month ago
A
A Passage to India
B
Sons and Lovers
C
One Hundred Years of Solitude
D
Pride and Prejudice
One Hundred Years of Solitude
‘One Hundred Years of Solitude’ উপন্যাসটি Gabriel Garcia Marquez নামের একজন কলম্বিয়ান লেখক লিখেছেন। তিনি ইংরেজ লেখক নন।
এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে, Spanish ভাষায় – Cien años de soledad নামে। এটিকে লেখকের সেরা সৃষ্টি বা masterpiece হিসেবে ধরা হয়। এই উপন্যাসের মাধ্যমে তার magic realism শৈলীর অসাধারণ উদাহরণ পাওয়া যায়।
গল্পটি Buendía পরিবারকে ঘিরে লেখা, যারা সাত প্রজন্ম ধরে একশ বছর ধরে নানা ঘটনাবলির মধ্য দিয়ে যায়। এতে লাতিন আমেরিকার ইতিহাসও উঠে এসেছে – ১৮২০ থেকে ১৯২০ সাল পর্যন্ত সময়কালের নানা উত্থান-পতনের চিত্র তুলে ধরা হয়েছে।
Gabriel Garcia Marquez এই উপন্যাসের জন্যই মূলত ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
এই উপন্যাসের একটি বিখ্যাত লাইন হচ্ছে:
“They were so close to each other that they preferred death to separation.”
(তারা এতটাই কাছের ছিল, যে বিচ্ছেদ নয়, তারা মৃত্যুকেই বেছে নিয়েছিল।)
লেখকের অন্যান্য জনপ্রিয় বইগুলো
-
Love in the Time of Cholera
-
Memories of My Melancholy Whores
-
News of a Kidnapping
-
No One Writes to the Colonel
-
The Leaf Storm
অন্যদিকে নিচের উপন্যাসগুলো ইংরেজ লেখকদের লেখা:
ক) A Passage to India
-
লেখক: E.M. Forster, যিনি একজন ব্রিটিশ সাহিত্যিক।
-
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২৪ সালে।
-
এতে ব্রিটিশ শাসনামলে ভারতীয়দের সাথে ইংরেজদের সম্পর্ক দেখানো হয়েছে।
-
উপন্যাসটির মূল বিষয়: বর্ণবাদ ও ঔপনিবেশিকতা।
খ) Sons and Lovers
-
লেখক: D.H. Lawrence (David Herbert Lawrence)
-
এটি ১৯১৩ সালে প্রকাশিত একটি আত্মজীবনীভিত্তিক উপন্যাস।
-
এতে একজন শ্রমজীবী পরিবারের মানসিক ও ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ঘ) Pride and Prejudice
-
লেখক: Jane Austen, একজন ইংরেজ ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮১৩ সালে প্রকাশিত হয়।
-
এটি একটি রোমান্টিক উপন্যাস এবং English literature-এর একটি ক্লাসিক।
-
গল্পের মূল চরিত্র Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy।
-
প্রেম ও সামাজিক বিভাজনের দ্বন্দ্বের মধ্যে দিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে।
Source: Britannica and Live MCQ Lecture.

1
Updated: 1 month ago
Where does Mr. Darcy live in the novel Pride and Prejudice?
Created: 1 week ago
A
Netherfield Park
B
Rosings Park
C
Pemberley
D
Longbourn
Jane Austen এর লেখা Pride and Prejudice একটি বিখ্যাত romantic novel, যা classic English literature-এর অন্তর্ভুক্ত। যেহেতু Austen ছিলেন Romantic period-এর একজন লেখক, তাই এই উপন্যাসটিকে Romantic যুগের গুরুত্বপূর্ণ রচনা হিসেবে ধরা হয়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Fitzwilliam Darcy হচ্ছেন Elizabeth Bennet-এর প্রেমের আগ্রহ, যিনি তার বৃহৎ ও মনোরম এস্টেট Pemberley-তে থাকেন। কাহিনি মূলত Darcy এবং Elizabeth-এর প্রেমকে কেন্দ্র করে, যেখানে তাদের মাঝে সামাজিক পার্থক্য ও অমূলক পূর্বধারণা বাঁধা হয়ে দাঁড়ায়।
Pride and Prejudice এর কাহিনির মূল দিকগুলো:
-
গল্পের প্রেক্ষাপট ১৯ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
-
এটি Bennet পরিবারের জীবন এবং তাদের পাঁচ কন্যার বিয়ের সম্ভাবনা নিয়ে আবর্তিত।
-
Mrs. Bennet সবসময় তার পাঁচ কন্যার জন্য উপযুক্ত বর খুঁজতে ব্যস্ত থাকেন।
-
কন্যাদের মধ্যে Elizabeth Bennet বুদ্ধিমতী ও স্বাধীনচেতা।
-
Elizabeth এবং Darcy একে অপরকে প্রথমে ভুল বোঝে এবং পূর্বধারণার কারণে দূরে সরে থাকে, কিন্তু পরে তারা একে অপরের প্রেমে আবদ্ধ হয়।
Jane Austen সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক।
-
দৈনন্দিন জীবনের সাধারণ মানুষ ও তাদের অভিজ্ঞতাকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করার মাধ্যমে তিনি উপন্যাসকে একটি আধুনিক চরিত্র প্রদান করেছিলেন।
Jane Austen-এর উল্লেখযোগ্য রচনা:
-
Sense and Sensibility
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Emma
-
Northanger Abbey
-
Persuasion
-
Lady Susan
Source:

0
Updated: 1 week ago
'Ulysses' is a novel written by -
Created: 2 weeks ago
A
Joseph Conrad
B
Thomas Hardy
C
Charles Dickens
D
James Joyce
'Ulysses'
- The novel 'Ulysses' is written by Irish writer James Joyce.
- ১৯২২ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- Stylistically dense and exhilarating, এটি সাধারণত English Literature এ একটি masterpiece হিসাবে বিবেচিত হয় এবং it has been the subject of numerous volumes of commentary and analysis.
- The novel is constructed as a modern parallel to Homer's Odyssey.
- একটি single day এর মধ্যে Dubline এর আশেপাশে ঘটা কাহিনী নিয়ে এই উপন্যাসটি লেখা।
- The three central characters - Stephen Dedalus Leopold Bloom, a Jewish advertising canvasser; and his wife, Molly-are intended to be modern counterparts of Telemachus, Ulysses (Odysseus), and Penelope, respectively, and the events of the novel loosely parallel the major events in Odysseus's journey home after the Trojan War.
• উল্লেখ্য যে,
- Ulyssess নামে Victorian poet Alfred Tennyson এর একটি poem রয়েছে।
• James Joyce
- বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period এর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
- He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- James Joyce's Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার 'Stream of Consciousness' (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত।
• Joyce's notable Works:
- A Portrait of the Artist as a Young Man,
- After the Race,
- Chamber Music,
- Finnegans Wake,
- Pomes Penyeach,
- Stephen Hero,
- The Day of the Rabblement,
- The Dead,
- The Sisters,
- Ulysses, etc.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 2 weeks ago