The Bluest Eye is a/an -
A
poem
B
novel
C
play
D
short story
উত্তরের বিবরণ
The Bluest Eye হলো Toni Morrison রচিত একটি novel, যা ১৯৭০ সালে প্রকাশিত হয়।
• The Bluest Eye:
-
রচয়িতা: Toni Morrison
-
ধরণ: Novel
-
প্রকাশ: ১৯৭০
• Toni Morrison:
-
একজন American novelist, essayist, এবং editor
-
Princeton University-এ প্রফেসর ছিলেন
• উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Beloved
-
Song of Solomon
-
The Bluest Eye
0
Updated: 1 month ago
Which of the following novels is not written by an English writer?
Created: 3 months ago
A
A Passage to India
B
Sons and Lovers
C
One Hundred Years of Solitude
D
Pride and Prejudice
One Hundred Years of Solitude
‘One Hundred Years of Solitude’ উপন্যাসটি Gabriel Garcia Marquez নামের একজন কলম্বিয়ান লেখক লিখেছেন। তিনি ইংরেজ লেখক নন।
এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে, Spanish ভাষায় – Cien años de soledad নামে। এটিকে লেখকের সেরা সৃষ্টি বা masterpiece হিসেবে ধরা হয়। এই উপন্যাসের মাধ্যমে তার magic realism শৈলীর অসাধারণ উদাহরণ পাওয়া যায়।
গল্পটি Buendía পরিবারকে ঘিরে লেখা, যারা সাত প্রজন্ম ধরে একশ বছর ধরে নানা ঘটনাবলির মধ্য দিয়ে যায়। এতে লাতিন আমেরিকার ইতিহাসও উঠে এসেছে – ১৮২০ থেকে ১৯২০ সাল পর্যন্ত সময়কালের নানা উত্থান-পতনের চিত্র তুলে ধরা হয়েছে।
Gabriel Garcia Marquez এই উপন্যাসের জন্যই মূলত ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
এই উপন্যাসের একটি বিখ্যাত লাইন হচ্ছে:
“They were so close to each other that they preferred death to separation.”
(তারা এতটাই কাছের ছিল, যে বিচ্ছেদ নয়, তারা মৃত্যুকেই বেছে নিয়েছিল।)
লেখকের অন্যান্য জনপ্রিয় বইগুলো
-
Love in the Time of Cholera
-
Memories of My Melancholy Whores
-
News of a Kidnapping
-
No One Writes to the Colonel
-
The Leaf Storm
অন্যদিকে নিচের উপন্যাসগুলো ইংরেজ লেখকদের লেখা:
ক) A Passage to India
-
লেখক: E.M. Forster, যিনি একজন ব্রিটিশ সাহিত্যিক।
-
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২৪ সালে।
-
এতে ব্রিটিশ শাসনামলে ভারতীয়দের সাথে ইংরেজদের সম্পর্ক দেখানো হয়েছে।
-
উপন্যাসটির মূল বিষয়: বর্ণবাদ ও ঔপনিবেশিকতা।
খ) Sons and Lovers
-
লেখক: D.H. Lawrence (David Herbert Lawrence)
-
এটি ১৯১৩ সালে প্রকাশিত একটি আত্মজীবনীভিত্তিক উপন্যাস।
-
এতে একজন শ্রমজীবী পরিবারের মানসিক ও ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ঘ) Pride and Prejudice
-
লেখক: Jane Austen, একজন ইংরেজ ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮১৩ সালে প্রকাশিত হয়।
-
এটি একটি রোমান্টিক উপন্যাস এবং English literature-এর একটি ক্লাসিক।
-
গল্পের মূল চরিত্র Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy।
-
প্রেম ও সামাজিক বিভাজনের দ্বন্দ্বের মধ্যে দিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে।
Source: Britannica and Live MCQ Lecture.
0
Updated: 3 months ago
'September on the Jessore Road' is written by-
Created: 3 months ago
A
Madhusudan Dutt
B
Allen Ginsberg
C
Kaisar Hoq
D
Vikram Seth
September on Jessore Road
এটি একটি poem.
- রচনা করেন American poet ও activist Allen Ginsberg.
- তিনি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্ব বাংলা শরণার্থীদের দুর্দশা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- গিন্সবার্গ এটি লিখেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের যশোর সড়কের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করার পর।
• Allen Ginsberg:
- তিনি একজন American poet.
- তিনি জন্মগ্রহণ করেন June 3, 1926, Newark, New Jersey, U.S.
- তিনি মৃত্যুবরণ করেন April 5, 1997, New York, New York.
Notable works:
- Howl,
- Jack Kerouac and Allen Ginsberg: The Letters,
- Mind Breaths: Poems 1972-1977,
- Planet News,
- Reality Sandwiches,
- The Fall of America: Poems of These States, 1965-1971.
0
Updated: 3 months ago
"For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by -
Created: 3 months ago
A
Jane Austin
B
Syed Waliullah
C
Somerset Maugham
D
Rabindranath Tagore
‘‘দোহাই তোদের, একটুকু চুপ কর্।
ভালোবাসিবারে দে আমারে অবসর।’’
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর উপন্যাস ‘শেষের কবিতা’-তে এই লাইন দুটি ব্যবহার করেছেন।
-
উপন্যাসে চরিত্র অমিত, লাবণ্যকে এই কথাগুলো বলে।
-
এই লাইনটি মূলত অনুপ্রাণিত John Donne-এর বিখ্যাত কবিতা The Canonization থেকে।
-
সেখানে কবিতার প্রথম লাইনে বলা হয়েছে:
“For God’s sake hold your tongue, and let me love.”
(অর্থাৎ, “ঈশ্বরের দোহাই, চুপ করো — আমাকে ভালোবাসতে দাও।”)
• The Canonization কবিতা
-
John Donne এই কবিতাটি লেখেন প্রায় ১৫৯০ সালে, আর এটি প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
-
এটি তাঁর Songs and Sonnets সংকলনের অন্তর্ভুক্ত।
-
কবিতাটিতে প্রেমকে ধর্মীয় রূপ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে — যেন প্রেম একটা পবিত্র সাধনা।
কবিতার কিছু বিখ্যাত লাইন
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes
The greatest ashes, as half-acre tombs.”
John Donne
-
John Donne (১৫৭২–১৬৩১) ছিলেন ইংরেজ রেনেসাঁস যুগের একজন বিখ্যাত কবি।
-
তাঁকে Metaphysical poetry-এর জনক বলা হয়।
তিনি গভীর ভাবসম্পন্ন, যুক্তিনির্ভর ও আধ্যাত্মিক কবিতা লিখতেন। -
এজন্য তিনি পরিচিত "Father of Metaphysical Poetry" এবং "Poet of Love and Religion" নামে।
-
রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর কবিতায় প্রভাবিত হয়েছিলেন।
John Donne-এর বিখ্যাত কবিতাগুলো
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
তথ্যসূত্র: Encyclopedia Britannica
0
Updated: 3 months ago