"I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed." - Who quoted it?
A
Martin Luther King Jr.
B
Barack Obama
C
Nelson Mandela
D
Abraham Lincoln
উত্তরের বিবরণ
“I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold these truths to be self-evident that all men are created equal.” — এই উক্তিটি বিখ্যাত আফ্রিকান-আমেরিকান নেতা Martin Luther King Jr.-এর ১৯৬৩ সালের “I Have a Dream” শীর্ষক বক্তৃতা থেকে নেওয়া। বক্তৃতায় তিনি বর্ণবৈষম্য, অন্যায় এবং সামাজিক অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
• Martin Luther King Jr.:
-
জন্ম: ১৫ জানুয়ারী ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
একজন সমাজকর্মী এবং বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেন বিখ্যাত “I Have a Dream” ভাষণ
-
ভাষণে নিগ্রোদের প্রতি অত্যাচার এবং বৈষম্যের কথা তুলে ধরা হয়েছে
-
স্বপ্ন দেখেছেন বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত, সাম্য এবং শোষণমুক্ত সমাজের
-
১৯৬৪ সালে লাভ করেন Nobel Peace Prize
-
মৃত্যু: ১৯৬৮ সালের ৪ এপ্রিল, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে নিহত হন
0
Updated: 1 month ago
Who wrote Elegy Written in a Country Churchyard?
Created: 1 month ago
A
Thomas Gray
B
P.B. Shelley
C
Alexander Pope
D
Samuel Butler
Elegy Written in a Country Churchyard হলো Thomas Gray রচিত একটি বিখ্যাত Elegy বা শোকগাঁথা, যা ১৭৫১ সালে প্রকাশিত হয়। এটি একটি iambic pentameter quatrains-এ লেখা ধ্যানমূলক কবিতা এবং ইংরেজি সাহিত্যের অন্যতম প্রশংসিত এলেজি হিসেবে বিবেচিত। কবিতায় সাধারণ মানুষের প্রতি সহানুভূতি, প্রকৃতির সৌন্দর্য এবং মৃত্যুচিন্তা একত্রিত হয়ে মানবিক উচ্চতা অর্জন করেছে। এটি প্রাক-রোমান্টিক যুগের এক অনন্য সৃষ্টি।
-
লেখক: Thomas Gray
-
ধরণ: Elegy, meditative poetry
-
প্রকাশকাল: ১৭৫১
-
প্রসঙ্গ: মানুষের জীবন, মৃত্যু, প্রকৃতি এবং ধ্যান
Thomas Gray সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English poet, scholar এবং professor
-
পরিচয়: Graveyard Poet
-
১৮শ শতকের মধ্যভাগের একজন প্রভাবশালী কবি এবং Romantic movement-এর পূর্বসূরী
-
যুগ: The Age of Sensibility
Thomas Gray-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Elegy Written in a Country Churchyard
-
Ode on a Distant Prospect of Eton College
-
The Bard
-
The Progress of Poesy
0
Updated: 1 month ago
Shakespeare's 'The Merchant of Venice' is a play about-
Created: 1 month ago
A
A Moor
B
A Jew
C
A Roman
D
A Turk
“The Merchant of Venice” – By William Shakespeare
১. নাটকের সংক্ষিপ্ত বিবরণ
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Five-act Comedy
-
রচনার সময়: 1596–97
-
মূল বিষয়: একটি ইহুদি সুদখোর (Shylock) ও একজন ব্যবসায়ী (Antonio) এর মধ্যে সংঘটিত ঘটনার গল্প।
Summary:
-
Shylock একজন ইহুদি moneylender।
-
Antonio জরুরি প্রয়োজনে Shylock থেকে টাকা ধার নেন।
-
Shylock শর্ত দেন, যদি Antonio নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারেন, তাহলে তার শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নেওয়া হবে।
-
Antonio সময়মতো টাকা পরিশোধ করতে ব্যর্থ হন, কিন্তু তার বন্ধুরা সমস্যার সমাধান করে।
-
শেষ পর্যন্ত Shylock শাস্তি ভোগ করেন।
২. প্রধান চরিত্রসমূহ
-
Antonio – ব্যবসায়ী
-
Shylock – ইহুদি moneylender
-
Portia – Antonio এর বন্ধু ও আইনজীবী
-
Bassanio – Antonio এর বন্ধু
-
Jessica – Shylock এর কন্যা
৩. William Shakespeare সম্পর্কে
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচিতি: English poet, dramatist, actor
-
খ্যাতি: Bard of Avon, English national poet
-
সাহিত্যকর্ম: 37 plays, 154 sonnets
৪. Shakespeare-এর উল্লেখযোগ্য কাজ
Tragedies:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
Comedies:
-
As You Like It, The Tempest, Twelfth Night, The Merchant of Venice, A Midsummer Night’s Dream
0
Updated: 1 month ago
Who first tells Elizabeth about Darcy’s role in separating Jane and Bingley?
Created: 2 months ago
A
Darcy himself
B
Colonel Fitzwilliam
C
Caroline Bingley
D
Mrs. Gardiner
Colonel Fitzwilliam Elizabeth-কে বলে যে Darcy এক বন্ধুকে “অসুবিধাজনক” সম্পর্ক থেকে বাঁচিয়েছে। Elizabeth বুঝে ফেলে সে Jane–Bingley-এর কথা বলছে। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রেগে যায়। Austen এখানে দেখান—অসম্পূর্ণ তথ্য ভুল ধারণা তৈরি করে। পরে Darcy নিজেই চিঠিতে সত্য ব্যাখ্যা করে।
1
Updated: 2 months ago