'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-
A
তীরে পৌছার ঝক্কি
B
সঞ্চয়ের প্রবৃত্তি
C
মুমূর্ষু অবস্থা
D
আসন্ন বিপদ
উত্তরের বিবরণ
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগ্ধারাটির অর্থ- সঞ্চয়ের প্রবৃত্তি।
- বাক্য গঠন: এমনই তাঁর নিরানব্বইয়ের ধাক্কা যে মুমূর্ষু স্ত্রীর জন্যও টাকা খরচ করতে চায় না।
গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
- 'যখন তখন অবস্থা' বাগ্ধারাটির অর্থ - মুমূর্ষু অবস্থা।
- 'শিরে সংক্রান্তি' বাগ্ধারাটির অর্থ - আসন্ন বিপদ।
- 'ঊনকোটি চৌষট্টি' বাগ্ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
- ‘আষাঢ়ে গল্প’ বাগ্ধারাটির অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগ্ধারাটির অর্থ- কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্ধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 3 months ago
বাগ্ধারা নির্ণয় করুন: 'গোঁফ খেজুরে'
Created: 3 weeks ago
A
বিশৃঙ্খল
B
বেহায়া
C
অত্যন্ত গরিব
D
খুব অলস
‘গোঁফ খেজুরে’ বাগ্ধারার অর্থ হলো খুব অলস বা কর্মবিমুখ ব্যক্তি। এই বাগ্ধারাটি এমন মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়, যারা কোনো কাজ করতে অনীহা প্রকাশ করে বা সময় অপচয় করে।
অন্যদিকে:
-
চশমখোর অর্থ বেহায়া বা নির্লজ্জ ব্যক্তি।
-
ছা-পোষা অর্থ অত্যন্ত গরিব বা দরিদ্র অবস্থা সম্পন্ন ব্যক্তি।
-
জগাখিচুড়ি অর্থ বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থা।
0
Updated: 3 weeks ago
‘যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।’ – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Created: 3 months ago
A
ব্যাঙের আধুলি
B
লেফাফা দুরস্ত
C
রাশভারি
D
ভিজে বেড়াল
ব্যাঙের আধুলি বাগধারার অর্থ - সামান্য সম্পদ। রাশভারি বাগধারার অর্থ - গম্ভীর প্রকৃতির। ভিজে বেড়াল বাগধারার অর্থ – কপটচারী। লেফাফা দুরস্ত বাগধারার অর্থ - বাইরে ঠাঁট বজায় রাখা।
0
Updated: 3 months ago
'আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
অযথা তর্ক করা
B
অযথা রাগারাগি করা
C
অযথা তোষামোদ
D
অযথা আলসেমি করা
'আমড়াগাছি করা' বাগধারার অর্থ 'প্রতারণাপূর্ণ তোষামোদ '।
0
Updated: 1 month ago