Who created the famous character Dorian Gray?
A
Charlotte Bronte
B
George Bernard Shaw
C
Thomas Hardy
D
Oscar Wilde
উত্তরের বিবরণ
Dorian Gray হলো একটি কাল্পনিক চরিত্র, যা মূলত “The Picture of Dorian Gray” নামের উপন্যাসে উপস্থিত। এই উপন্যাসটি রচনা করেছেন বিখ্যাত সাহিত্যিক Oscar Wilde। উপন্যাসটি একজন যুবকের অনন্ত যৌবন এবং নৈতিক বিকৃতির গল্প উপস্থাপন করে, যেখানে কৃত্রিম সৌন্দর্য ও আত্মার মূল্যবোধের দ্বন্দ্ব ফুটে ওঠে।
• The Picture of Dorian Gray:
-
Oscar Wilde-এর একমাত্র উপন্যাস।
-
কেন্দ্রীয় চরিত্র হলো Dorian Gray, যার নামেই উপন্যাসের নামকরণ।
-
এটি একটি philosophical/moral fantasy/gothic novel।
-
প্রথম প্রকাশ: ১৮৯০ সালে Novella রূপে, Lippincott's Monthly Magazine-এ, পরে ১৮৯১ সালে ৬টি অতিরিক্ত চ্যাপ্টার যুক্ত হয়ে পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে প্রকাশিত হয়।
-
কাহিনী সংক্ষেপে: Dorian Gray তাঁর আত্মা বিক্রি করে অনন্ত যৌবন অর্জন করে, কিন্তু শেষ পর্যন্ত তার এ কর্মকাণ্ডের ভয়াবহ মূল্য দিতে হয়।
-
গল্পের শুরু হয় Basil Hallward-এর স্টুডিও থেকে, যেখানে Dorian এবং তার বন্ধু Lord Henry Wotton একটি বর্তমান চিত্রকর্ম নিয়ে আলোচনা করছে।
-
Dorian জানতে চায় তার সৌন্দর্য কেবল তার portrait-এ বয়স হোক, যাতে সে নিজে চিরযৌবনী থাকে।
-
Lord Henry Wotton তাকে কুমন্ত্রণা দেয়, অপকর্মে প্রভাবিত ও উৎসাহিত করে।
-
শেষে Dorian তার আত্মা বিক্রির ভয়াবহতা উপলব্ধি করে এবং portrait টি ধ্বংস করলে তার নিজস্ব মৃত্যু হয়।
• Characters:
-
Dorian Gray
-
Lord Henry Wotton
-
Basil Hallward
-
Sibyl Vane
-
James
• Oscar Wilde:
-
ছিলেন কবি, novelist এবং dramatist/playwright।
-
১৮৯০-এর দশকে লন্ডনের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার।
-
পূর্ণ নাম: Oscar Fingal O’Flahertie Wills Wilde।
-
জন্ম: আয়ারল্যান্ড
• Notable Works:
-
The Picture of Dorian Gray
-
Lady Windermere’s Fan
-
The Importance of Being Earnest

0
Updated: 22 hours ago
"The Importance of Being Earnest" is a -
Created: 1 month ago
A
Melodrama
B
Play
C
Romantic epic
D
Historical tragedy
• "The Importance of Being Earnest" is a – Play
• The Importance of Being Earnest
-
রচনা করেছেন Oscar Wilde
-
সম্পূর্ণ নাম: The Importance of Being Earnest: A Trivial Comedy for Serious People
-
Three-act play
-
প্রথম মঞ্চস্থ ১৮৯৫ সালে, প্রকাশিত ১৮৯৯ সালে
-
মূলত social satire Victorian social hypocrisy নিয়ে
-
Wilde এর greatest dramatic achievement
• Characters
-
Jack Worthing
-
Cecily Cardew
-
Ernest (imaginary)
-
Gwendolen Fairfax
-
Lady Bracknell
-
Algernon Moncrieff
• Summary
-
Jack Worthing গ্রামে থাকে Cecily Cardew এর সঙ্গে এবং Ernest নামে কাল্পনিক ভাইয়ের অজুহাতে লন্ডনে যায়
-
Jack ভালোবাসে Gwendolen Fairfax কে, যিনি তাকে Ernest নামেই চেনেন
-
Lady Bracknell (Gwendolen এর মা) Jack এর অতীত নিয়ে আপত্তি তোলে
-
Jack এর বন্ধু Algernon Moncrieff নিজেকে Ernest সাজিয়ে Cecily কে প্রেম নিবেদন করে
-
শেষ পর্যন্ত Jack আসলে Lady Bracknell এর ভাগ্নে এবং তার আসল নামও Ernest
-
নাটক শেষ হয় দুই যুগলের মিলনের মাধ্যমে
• Oscar Wilde (1854-1900)
-
Irish playwright, novelist, poet, critic
-
বিখ্যাত witty, satirical, aesthetic writing এর জন্য
-
Late 19th-century Aesthetic movement এর প্রধান মুখপাত্র
• Notable Works
-
The Importance of Being Earnest
-
The Picture of Dorian Gray
-
A Woman of No Importance
-
An Ideal Husband
-
Intentions
-
The Happy Prince and Other Tales
Source: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Who wrote the play 'The Importance of Being Earnest'?
Created: 2 weeks ago
A
Samuel Beckett
B
Edward Fitzgerald
C
Harold Pinter
D
Oscar Wilde
Oscar Wilde wrote the play The Importance of Being Earnest.
• The Importance of Being Earnest
-
A three-act play by Oscar Wilde.
-
Full title: The Importance of Being Earnest: A Trivial Comedy for Serious People.
-
First performed: 1895; Published: 1899.
-
It is a social satire on Victorian social hypocrisy.
-
Considered Wilde’s greatest dramatic achievement for its wit and humor.
• Oscar Wilde
-
Born in Dublin, Ireland.
-
Irish author, poet, dramatist, and novelist.
-
Prominent spokesman for the late 19th-century Aesthetic movement in England, advocating “art for art’s sake.”
• Notable Works
-
A Woman of No Importance
-
The Importance of Being Earnest
-
The Picture of Dorian Gray
-
An Ideal Husband
-
Intentions
-
The Happy Prince and Other Tales
Source: Britannica

0
Updated: 2 weeks ago