The famous poem "London, 1802" was written by -
A
W.B. Yeats
B
William Blake
C
William Wordsworth
D
T.S. Eliot
উত্তরের বিবরণ
“London, 1802” কবিতাটি William Wordsworth রচিত এবং এটি ১৮০২ সালে তিনি ফ্রান্স থেকে লন্ডনে ফিরে আসার পর রচনা করেছিলেন। কবিতায় Wordsworth মৃত কবি John Milton এর আত্মাকে সম্বোধন করে বলেন যে ইতিহাসের এই মুহুর্তে ইংল্যান্ডকে তার উপস্থিতি প্রয়োজন। কবিতায় সমাজের মূল্যবোধের অবনতি চিত্রিত হয়েছে এবং বক্তা আশা প্রকাশ করেছেন Milton ইংল্যান্ডকে তার প্রাচীন মহিমায় ফিরিয়ে আনবেন।
• London, 1802:
-
কবিতায় মৃত কবি John Milton-এর আত্মাকে সম্বোধন করা হয়েছে।
-
১৮০২ সালে ফ্রান্স থেকে লন্ডনে ফিরে এসে কবিতাটি রচনা করা হয়।
-
কবিতায় সমাজের মূল্যবোধের অবনতির চিত্রায়ণ এবং Milton-এর মাধ্যমে ইংল্যান্ডকে পুনঃস্থাপনের আশা ফুটে উঠেছে।
• William Wordsworth:
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
পরিচিতি: 'Poet of Nature'
-
Lake Poet নামে পরিচিত, কারণ তিনি North England-এর Lake District-এ জন্মগ্রহণ করেছেন।
• বিখ্যাত কবিতা:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
The Daffodils
-
The Excursion
-
Michael ইত্যাদি
• উল্লেখযোগ্য:
-
William Wordsworth এবং William Blake দুজনেরই ‘London’ নামে কবিতা রয়েছে।
-
Wordsworth-এর কবিতার নাম London 1802, আর Blake-এর কবিতার নাম London।
-
উভয় কবিতার বিষয়বস্তু প্রায় একই, তবে লেখকের দৃষ্টিভঙ্গি ভিন্ন।

0
Updated: 22 hours ago
‘Child is the father of man’ is taken from the poem of____.
Created: 1 month ago
A
W. Wordsworth
B
s. T. Coleridge
C
P. B. Shelley
D
A. C. Swinburne
Willam Wordsworth-এর বিখ্যাত কয়েকটি উক্তি নিম্নরূপ:
• Child is the father of the man. [My heart leaps up when I behold কবিতার বিখ্যাত লাইন।]
• Nature never did betray the heart that loved her. [প্রকৃতি কখনই তাকে আঘাত করেনা যে হৃদয় তাকে ভালোবেসেছে।]-Tintern Abbey
• Poetry is the spontaneous overflow of powerful feelings. [কবিতা হচ্ছে প্রবল আবেগের স্বতঃস্ফূর্ত
বহিঃপ্রকাশ] -Preface to Lyrical Ballads
• The music in my heart I bore/Long after it was heard no more. [The Solitary Reaper এর শেষ দুটি লাইন।]
• Let nature be your teacher.

1
Updated: 1 month ago
Wordsworth's "Lucy Poems" are a group of -
Created: 1 day ago
A
5 short poems
B
10 sonnets
C
3 dramatic monologues
D
7 narrative poems
William Wordsworth-এর Lucy Poems ও জীবনী
-
Lucy Poems হলো William Wordsworth-এর লেখা পাঁচটি সংক্ষিপ্ত কবিতার সিরিজ।
-
এই পাঁচটি কবিতার মধ্যে চারটি Lyrical Ballads-এ প্রকাশিত হয়েছিল।
-
Lucy হল একজন ইংরেজ বালিকা, যিনি অল্প বয়সে মারা যান।
Lucy Poems-এর তালিকা:
-
"Strange fits of passion have I known"
-
"She dwelt among the untrodden ways"
-
"I travelled among unknown men"
-
"Three years she grew in sun and shower"
-
"A slumber did my spirit seal"
William Wordsworth (1770–1850):
-
জন্মঃ April 7, 1770, Cockermouth, Cumberland, England।
-
সাহিত্য জীবনের শুরুতে French Revolution দ্বারা অনুপ্রাণিত হন।
-
কবিতায় French Revolution-এর প্রভাব স্পষ্ট দেখা যায়, যেমন: London 1802, The Borderers।
-
উপাধিঃ The Father of the Romantic Age, Lake Poet, Poet of Nature, Poet of Childhood।
-
১৮৪৩ সালে Poet Laureate-এর পদ অলংকৃত হন।
উল্লেখযোগ্য রচনা:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey, Lyrical Ballads, Michael, Ode: Intimations of Immortality, Peter Bell, The Excursion, The Prelude, The Recluse, The Ruined Cottage, The Solitary Reaper, Rainbow, Lucy Poems ইত্যাদি।

0
Updated: 1 day ago
Which ideals of the French Revolution attracted Wordsworth most?
Created: 1 month ago
A
Wealth and luxury
B
Liberty, Equality, Fraternity
C
Power of monarchy
D
Industrial growth
ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। Wordsworth মনে করেছিলেন, এই আদর্শ মানবজাতিকে নতুন মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। একজন রোমান্টিক কবি হিসেবে তিনি সাধারণ মানুষের জীবনে সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তাই এই তিনটি নীতি তাঁকে গভীরভাবে আকর্ষণ করে। তাঁর অনেক কবিতায় মানবিক সমতা ও ভ্রাতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। বিপ্লবের রক্তপাত তাঁকে হতাশ করলেও এর মূল আদর্শ তাঁর কাব্যে জীবন্ত থেকেছে।

0
Updated: 1 month ago