Choose the meaning of Defenestrate:
A
Cowardly or lacking courage
B
To argue endlessly
C
To throw someone out of a window
D
Extremely old-fashioned
উত্তরের বিবরণ
Answer: To throw someone out of a window
Defenestrate:
-
English meaning: to throw or push someone out of a window
-
Bangla meaning: “জানালা দিয়ে ফেলে দেওয়া” বা “বাহিরে ছুড়ে ফেলা”
Example:
-
They threatened to defenestrate him.
Other options are incorrect:
-
ক) Cowardly or lacking courage → ভীরু বা সাহসহীন
-
খ) To argue endlessly → অবিরাম তর্ক করা
-
ঘ) Extremely old-fashioned → অত্যন্ত পুরনো বা অপ্রচলিত
0
Updated: 1 month ago
What is the meaning of "Habeas corpus"
Created: 1 month ago
A
To be wasted
B
The slightest opportunity.
C
Working together
D
A protection against illegal imprisonment
Correct answer: ঘ) A protection against illegal imprisonment.
-
Habeas corpus:
-
English Meaning: the right of a citizen to obtain a writ of habeas corpus as a protection against illegal imprisonment.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার।
-
Example:
-
Habeas corpus should not be denied.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার প্রত্যাখ্যান করা উচিত না।
Other options:
-
Go up in smoke / end up in smoke:
-
English Meaning: to be wasted / come to nothing.
-
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় শেষ হওয়া।
-
-
The slightest opportunity:
-
Bangla Translation: সবচেয়ে ছোট সুযোগ।
-
-
Working together:
-
Bangla Translation: একসাথে কাজ করা।
-
0
Updated: 1 month ago
Enigma-
Created: 4 days ago
A
Reply
B
Sharp
C
Praise
D
Puzzling
Enigma (বিশেষ্য): Enigma এমন কিছু যা রহস্যময় এবং যা পুরোপুরি বুঝে উঠা কঠিন। এটি এমন কিছু হতে পারে, যা বোঝা বা ব্যাখ্যা করা কঠিন বা অবাক করা।
উদাহরণ: "সে একটি রহস্যময় চরিত্র (enigma)।"
Sharp (বিশেষণ): Sharp এমন কিছু যা সূক্ষ্ম, ধারালো বা তীক্ষ্ণ, যার মাধ্যমে কিছু কাটা বা কোনো কিছুতে গর্ত করা সম্ভব হয়।
উদাহরণ: "একটি ধারালো ছুরি (knife with a sharp edge/blade)।"
Puzzling (বিশেষণ): Puzzling এমন কিছু যা বোঝা বা ব্যাখ্যা করা কঠিন বা বিভ্রান্তিকর। এটি এমন কিছু হতে পারে যা সংশয় বা বিভ্রান্তি তৈরি করে।
উদাহরণ: "এটি একটি বেশ বিভ্রান্তিকর (puzzling) সিনেমা।"
"এটি একটি বিভ্রান্তিকর (puzzling) পরিস্থিতি।"
0
Updated: 4 days ago
What is the meaning of "Vacillate"?
Created: 2 months ago
A
To make pain or problems less severe
B
Waver or be indecisive
C
Speed and interest
D
Of or caused by disease
Vacillate (intransitive verb)
English Meaning: To be unable to decide something and especially to continue to change opinions; waver or be indecisive.
Bangla Meaning: (between) দ্বিধা করা; দ্বিধান্বিত হওয়া; দোদুলচিত্ত/দোলায়মান/দোলায়িত/দোদুল হওয়া; আন্দোলিত/দোদুল্যমান হওয়া; (মতামত ইত্যাদিতে) অনিশ্চিত হওয়া।
উদাহরণ: vacillate between hope and fear
Example Sentences:
My listening tastes vacillate between music and talk radio.
He vacillates between accepting the new position and retirement.
0
Updated: 2 months ago