Choose the meaning of Defenestrate:
A
Cowardly or lacking courage
B
To argue endlessly
C
To throw someone out of a window
D
Extremely old-fashioned
উত্তরের বিবরণ
Answer: To throw someone out of a window
Defenestrate:
-
English meaning: to throw or push someone out of a window
-
Bangla meaning: “জানালা দিয়ে ফেলে দেওয়া” বা “বাহিরে ছুড়ে ফেলা”
Example:
-
They threatened to defenestrate him.
Other options are incorrect:
-
ক) Cowardly or lacking courage → ভীরু বা সাহসহীন
-
খ) To argue endlessly → অবিরাম তর্ক করা
-
ঘ) Extremely old-fashioned → অত্যন্ত পুরনো বা অপ্রচলিত

0
Updated: 22 hours ago
Choose the correct meaning of the following words Viable
Created: 2 months ago
A
possible
B
that can be done
C
capable
D
that will work
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 2 months ago
The word “Ubiquitous” means –
Created: 3 weeks ago
A
Rare and uncommon
B
Present everywhere
C
Hidden and secret
D
Limited in scope
Ubiquitous (adjective)
English Meaning: Something that is present, found, or existing everywhere or in many places at the same time.
Bangla Meaning: সর্বব্যাপী; সর্বত্র বিদ্যমান।
Example Sentences:
Mobile phones have become so ubiquitous that almost everyone owns one.
In modern cities, surveillance cameras are ubiquitous, monitoring public spaces constantly.
Source:
Cambridge Dictionary
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago
Meaning of "Tangible":
Created: 1 day ago
A
Abstract
B
Real and touchable
C
Invisible
D
Imaginary
Correct answer: Tangible means able to be touched or real.
-
Tangible
-
Bangla Meaning: স্পর্শ দ্বারা বোধগম্য; ধরাছোঁয়া যায় এমন।
-
English Meaning: capable of being perceived especially by the sense of touch : palpable.
-
Other options:
-
Option A) Abstract
-
Bangla Meaning: বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক।
-
English Meaning: difficult to understand : abstruse.
-
-
Option C) Invisible
-
Bangla Meaning: অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।
-
English Meaning: incapable by nature of being seen : not perceptible by vision.
-
-
Option D) Imaginary
-
Bangla Meaning: কাল্পনিক; মনঃকল্পিত; অবাস্তব; অমূলক।
-
English Meaning: existing only in imagination : lacking factual reality.
-

0
Updated: 1 day ago