Corruption is pernicious ____ the development of a nation.
A
on
B
in
C
off
D
to
উত্তরের বিবরণ
Complete sentence: Corruption is pernicious to the development of a nation.
Explanation:
-
Pernicious (to):
-
English meaning: causing great harm or damage
-
Bangla meaning: ক্ষতিকর; ধ্বংসকর
-
-
Usage: When pernicious conveys “harmful,” it is usually followed by to to indicate what is being harmed.
Other options are irrelevant in this context.
0
Updated: 1 month ago
The teacher made the students _____ the entire research proposal again.
Created: 1 month ago
A
to rewrite
B
rewriting
C
rewrite
D
rewritten
প্রদত্ত বাক্যটি ও Causative Verb সম্পর্কিত বিশ্লেষণ নিম্নরূপ:
শিক্ষক শিক্ষার্থীদের পুরো গবেষণা প্রস্তাবটি পুনরায় লিখতে বাধ্য করলেন, যেখানে made হলো causative verb।
-
Complete Sentence: The teacher made the students rewrite the entire research proposal again.
-
Bangla Meaning: শিক্ষক শিক্ষার্থীদের পুরো গবেষণা প্রস্তাবটি পুনরায় লিখতে বাধ্য করলেন।
-
Causative Verb:
-
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন ব্যবহার করা হয়।
-
বহুল প্রচলিত causative verbs: Help, Get, Have, Let, Make।
-
Make, Have, Get প্রভৃতি যোগে অনেক verb-কে causative verb হিসেবে ব্যবহার করা যায়।
-
-
Make ব্যবহারের নিয়ম:
-
Make এর পরে কোনো ব্যক্তিবাচক object (action doer) থাকলে এর পরে verb-এর base form বসে।
-
কাউকে কোনো কাজ করতে বাধ্য করার অর্থে ব্যবহার করা হয়।
-
-
Structure:
-
Subject + make (any tense) + action doer + verb (base form) + rest of the sentence.
-
প্রদত্ত বাক্যে made এর পরে ব্যক্তিবাচক object students আছে, তাই verb-এর base form rewrite ব্যবহার হয়েছে।
-
0
Updated: 1 month ago
We didn’t expect you to carry that ________ luggage for such a short trip.
Created: 2 months ago
A
many
B
few
C
little
D
much
• Complete Sentence: We didn’t expect you to carry that much luggage for such a short trip.
-
Bangla Meaning: আমরা আশা করিনি যে তুমি এত বেশি লাগেজ নিয়ে এত ছোট সফরে যাবে।
• Explanation:
-
Much/Many হলো Determiner, অর্থাৎ noun/pronoun-এর পরিমাণ, সংখ্যা বা নির্দিষ্টতা নির্দেশ করে।
-
Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable noun এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
-
Luggage (মালামাল) হলো uncountable noun, তাই এর পূর্বে uncountable determiner হিসাবে much ব্যবহার সঠিক।
-
সুতরাং সঠিক উত্তর: much
0
Updated: 2 months ago
She was very tired, _______ she continued working till midnight.
Created: 1 month ago
A
therefore
B
hence
C
because
D
yet
Complete sentence:
She was very tired, yet she continued working till midnight.
ব্যাখ্যা:
-
yet ব্যবহৃত হয় বিপরীত বা পরস্পরবিরোধী তথ্য দেখাতে।
-
এখানে দুটি বিপরীতমুখী তথ্য রয়েছে: সে খুব ক্লান্ত ছিল, কিন্তু সে কাজ চালিয়ে গেছে।
-
অন্য অপশনগুলো প্রাসঙ্গিক নয়:
-
therefore → কারণ নির্দেশ করে, পরিণতি বোঝায়।
-
hence → সুতরাং/এ কারণে।
-
because → কেননা/কারণ।
-
-
তাই yet সঠিক সমন্বয়কারী conjunction।
বাংলা অর্থ:
সে খুব ক্লান্ত ছিল, তবুও সে মধ্যরাত পর্যন্ত কাজ চালিয়ে গেল।
0
Updated: 1 month ago