Choose the antonym of 'Aberrant':
A
Normal
B
Generous
C
Selfish
D
Steady
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) Normal
Explanation:
-
Aberrant:
-
English meaning: different from what is typical or usual, especially in an unacceptable way
-
Bangla meaning: বিপথগামী; স্বাভাবিক পথ থেকে বিচ্যুত; অস্বাভাবিক
-
Other options:
-
খ) Generous: উদার; সহৃদয়
-
গ) Selfish: স্বার্থপর; আত্মমুখী
-
ঘ) Steady: দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম
Conclusion: ‘Aberrant’ এর বিপরীত অর্থ হলো Normal।
0
Updated: 1 month ago
Choose the correct antonym for 'Oblige'-
Created: 3 months ago
A
Bind
B
Require
C
Bother
D
Censure
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago
Antonym of the word ‘discreet’ is:
Created: 2 weeks ago
A
undiscreet
B
nondiscrete
C
indiscreet
D
discreetless
0
Updated: 2 weeks ago
The antonym of the word "Nebulous" is -
Created: 1 month ago
A
Intangible
B
Definite
C
Hazy
D
Vague
Nebulous (Adjective)
-
English Meaning: (Especially of ideas) not clear and having no form
-
Bangla Meaning: মেঘসদৃশ; ঝাপসা; অস্পষ্ট; ধূমান্ধকার
-
Synonyms:
-
Intangible: ধরা বা ছোঁয়া যায় না এমন; স্পর্শাতীত
-
Hazy: কুয়াশাচ্ছন্ন
-
Vague: অস্পষ্ট; ভাসাভাসা; আবছা
-
-
Antonyms:
-
Distinct: সহজে দৃশ্যমান; সহজে চিহ্নিতকরণযোগ্য; পৃথক; স্বতন্ত্র
-
Definite: সুস্পষ্ট; নির্দিষ্ট; দ্ব্যর্থহীন
-
Precise: যথাযথ; সম্যক; সূক্ষ্ম; নির্ভুল; সুব্যক্ত
-
-
Example Sentences:
-
The professor gave a nebulous explanation that confused all the students.
-
His plans for the future were still nebulous and not clearly defined.
-
0
Updated: 1 month ago