His belief that honesty is the best policy is admirable.
Here 'that honesty is the best policy' is an example of -
A
Noun clause
B
Adverb clause
C
Adjective clause
D
Prepositional phrase
উত্তরের বিবরণ
Sentence: His belief that honesty is the best policy is admirable.
-
এখানে that honesty is the best policy একটি Noun Clause।
বিবেচ্য বিষয়:
-
Noun Clause বলতে এমন একটি subordinate clause বোঝায় যা একটি noun বা pronoun এর কাজ করে।
-
Noun Clause-টি এখানে belief শব্দের apposition হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ belief এর অতিরিক্ত তথ্য দিচ্ছে।
-
এটি that দ্বারা শুরু হয়েছে, যা Noun Clause চিহ্নিত করার একটি সাধারণ পদ্ধতি।
Apposition:
-
Apposition হলো noun বা pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা।
-
এটি noun/pronoun কে modify করে না, তাই এটি adjective clause নয়।
Noun Clause ব্যবহার:
-
Verb এর Subject হিসেবে
-
Transitive verb এর Object হিসেবে
-
Linking verb এর পরে complement হিসেবে
-
Preposition এর object হিসেবে
-
Noun বা pronoun এর apposition হিসেবে
উপরের বাক্যে that honesty is the best policy ঠিক noun এর apposition হিসেবে কাজ করছে।

0
Updated: 22 hours ago
The fact that plants produce oxygen through photosynthesis is crucial for life on Earth.
Here 'that plants produce oxygen through photosynthesis' is an example of -
Created: 1 month ago
A
Principal Clause
B
Adverbial Clause
C
Noun clause
D
Adjective Clause
Question:
“The fact that plants produce oxygen through photosynthesis is crucial for life on Earth.”
-
Here, ‘that plants produce oxygen through photosynthesis’ is an example of a Noun Clause.
Explanation (Modified):
-
Noun Clause: একটি subordinate clause যা noun-এর কাজ করে, যেমন subject, object, complement বা noun/pronoun-এর apposition।
-
এখানে ‘that plants produce oxygen through photosynthesis’ একটি Noun in apposition, কারণ এটি ‘fact’ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে।
-
Apposition: noun/pronoun সম্পর্কিত অতিরিক্ত তথ্য যা তাকে modify করে না। তাই এটি adjective clause নয়।
-
Usage of Noun Clause:
-
Subject হিসেবে
-
Object হিসেবে
-
Complement হিসেবে
-
Preposition-এর object হিসেবে
-
Noun/pronoun-এর apposition হিসেবে
-
Clause vs Phrase:
-
Clause: একটি finite verb বা সমাপিকা ক্রিয়া থাকে।
-
Phrase: finite verb ছাড়া থাকতে পারে এবং tense অনুযায়ী structure থাকে না।
সুতরাং, ‘that plants produce oxygen through photosynthesis’ একটি Noun Clause।

0
Updated: 1 month ago
Can you explain why the project failed?
Here, is the underlined clause a/ an -
Created: 1 month ago
A
Adjective Clause
B
Adverbial Clause
C
Noun Clause
D
Prepositional Clause
Noun Clause
সংজ্ঞা:
যে Subordinate Clause Noun-এর কাজ করে, অর্থাৎ Subject, Object, Complement বা Case in Apposition-এর কাজ সম্পাদন করে, তাকে Noun Clause বলা হয়।
Noun Clause-এর ব্যবহার
-
Verb-এর Subject হিসেবে
-
Verb-এর Object হিসেবে
-
Object-এর Complement হিসেবে
-
Complement দুই প্রকার:
-
Subjective Complement
-
Objective Complement
-
-
-
Verb-এর Subject-এর Complement হিসেবে
-
Preposition-এর Object হিসেবে
বিশেষ নিয়ম
-
Noun Clause যখন verb-এর Object হিসেবে কাজ করে, তখন এটি সাধারণত That অথবা Wh-word (what, when, where, whom, why, whether, how) এবং if দিয়ে শুরু হয়।
-
যদি Noun Clause transitive verb-এর Object হিসেবে That দিয়ে শুরু হয়, তবে সাধারণত That বাদ দেওয়া যায়।
উদাহরণ
-
Can you explain why the project failed?
-
এখানে 'why the project failed' হলো Noun Clause, যা verb explain এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
Noun Clause Why দ্বারা শুরু হয়েছে এবং Object হিসেবে কাজ করছে।
-

0
Updated: 1 month ago
She doesn’t understand why he is always late. - The underlined part is a -
Created: 3 weeks ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
None of these
He doesn’t understand why he is always late.
উল্লিখিত অংশ, "why he is always late," হলো Noun Clause।
ব্যাখ্যা: এটি understand ক্রিয়ার object হিসেবে ব্যবহার হয়েছে। যেহেতু এটি একটি transitive verb এর object, তাই এটি noun clause হয়।
Noun Clause:
Noun clause হলো এমন একটি subordinate clause, যা বাক্যে noun-এর মতো কাজ করে।
এটি সবসময় dependent clause, অর্থাৎ একা standalone বাক্য হিসেবে দাঁড়াতে পারে না।
সাধারণত Noun clause ব্যবহৃত হয়, যখন একক noun দিয়ে বোঝানো সম্ভব নয়।
বাক্যের বিভিন্ন স্থানে Noun Clause ব্যবহার করা যায়:
Subject হিসেবে:
What will he do is uncertain.
(বাংলা: সে কী করবে তা অনিশ্চিত।)
Transitive verb এর object হিসেবে:
I believe what you have said.
(বাংলা: আমি বিশ্বাস করি তুমি যা বলেছ তা।)
Linking verb এর complement হিসেবে:
The reason is why they are angry.
(বাংলা: কারণ হলো কেন তারা রেগে আছে।)
Preposition এর পরে:
Listen to what they say.
(বাংলা: তারা যা বলে তা শুনো।)

0
Updated: 3 weeks ago