'প্রাতরাশ'-এর সন্ধি-
A
প্রাত + রাশ
B
প্রাতঃ + রাশ
C
প্রাতঃ + আশ
D
প্রাত + আশ
উত্তরের বিবরণ
• বিসর্গসন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ,
- পুনঃ + উত্থান = পুনরুত্থান,
- পুনঃ+ উক্তি = পুনরুক্তি,
- পুনঃ + অধিকার = পুনরধিকার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 months ago
’দিগন্ত’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
Created: 4 days ago
A
ব্যঞ্জন + স্বর
B
স্বর + স্বর
C
স্বর + স্বর
D
ব্যঞ্জন + ব্যঞ্জন
’দিগন্ত’ শব্দটি (ব্যঞ্জন + স্বর) নিয়মে গঠিত।
যেমন-
- ক/চ/ট/ত/প + স্বর = গ/জ/ড (ড়)/দ/ব।
- যেমন
- দিক্ + অন্ত = দিগন্ত,
- সৎ + উপায় = সদুপায়
- স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয়। এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।
উল্লেখ্য,
- ব্যঞ্জনসন্ধি
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
• পরি+ছেদ = পরিচ্ছেদ (স্বর + ব্যঞ্জন) ।
• চলৎ+চিত্র = চলচ্চিত্র (ব্যঞ্জন + ব্যঞ্জন) ।

0
Updated: 4 days ago
‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয়?
Created: 2 days ago
A
সারমর্ম
B
প্রবন্ধ
C
ভাব-সম্প্রসারণ
D
আবেদনপত্রে
দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। মূলত ভাব - সম্প্রসারণে আলােচনা করা হয়। এ লাইনটিকে মূলভাব ধরে এর সম্প্রসারণ হলো খুঁটিনাটি দিক উপস্থাপন করা যায়।

0
Updated: 2 days ago
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
Created: 2 days ago
A
ভাষ - ভাষা
B
ভাস - ভাসা
C
ভজন - ভোজন
D
মতি - মোতি
বাংলা ভাষায় অনেক শব্দজোড় আছে যেগুলো সমার্থক অর্থ প্রকাশ করে বা উচ্চারণে কাছাকাছি হলেও ভিন্ন অর্থ বহন করে। সঠিক ব্যবহার না করলে বাক্যের অর্থ পরিবর্তিত হতে পারে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় দেওয়া হলো—
-
সমার্থক শব্দজোড়: ভাষ–ভাষা
অর্থ: কথা।
অন্যদিকে—
-
ভজন অর্থ প্রার্থনা।
-
ভোজন অর্থ আহার।
-
ভাষ অর্থ কথা।
-
ভাস অর্থ দীপ্তি।
-
ভাষা অর্থ কথা।
-
ভাসা অর্থ ভেসে থাকা।
-
মতি অর্থ বুদ্ধি।
-
মোতি অর্থ মুক্তা।
উৎস:

0
Updated: 2 days ago