I hate ___ pen from other people.
A
to be borrowing
B
borrow
C
borrowing
D
having borrowed
উত্তরের বিবরণ
Hate + Gerund Rule:
-
Hate এর পরে সাধারণত gerund (verb + ing) আসে যখন কোনো কাজের অভ্যাস, অভিজ্ঞতা বা ক্রিয়ার প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।
-
Example: I hate waiting.
-
Correct Sentence: I hate borrowing pen from other people.
Other Options Explanation:
-
to be borrowing → Continuous passive; এখানে প্রয়োজন নেই।
-
borrow → “I hate borrow money” → গ্রামার অনুযায়ী ভুল। এখানে to borrow বা borrowing ব্যবহার করতে হবে।
-
having borrowed → Perfect participle tense; এখানে ব্যবহার হয় না।
Note: Hate এর পরে infinitive (to + verb) ব্যবহারও হতে পারে, কিন্তু প্রদত্ত অপশনে সেটি নেই।
0
Updated: 1 month ago
The plane flew ____ the bridge.
Created: 2 months ago
A
above
B
on
C
in
D
to
• Complete Sentence: The plane flew above the bridge.
-
প্লেনটি সেতুর উপর দিয়ে উড়ে গেল।
-
"above" হলো একটি preposition যা বোঝায় — কোনো কিছুর উপরে, কিন্তু স্পর্শ না করে, অর্থাৎ উঁচুতে অবস্থান।
উদাহরণ:
-
The helicopter hovered above the ground.
-
The picture hangs above the sofa.
Other options:
-
খ) on – কোনো কিছুর উপর স্পর্শ করে (e.g., The book is on the table.)
-
গ) in – কোনো কিছুর ভেতরে (e.g., The bird is in the cage.)
-
ঘ) to – দিকে যাওয়ার জন্য ব্যবহৃত (e.g., She went to school.)
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 2 months ago
Let's have a cup of coffee, _________?
Created: 1 month ago
A
shall we
B
have we
C
won't we
D
shan't we
Let যুক্ত imperative sentence এর tag question করার নিয়ম হলো:
-
Let এর পরে যদি 's আসে, তবে তা বোঝায় যে 's দ্বারা us বোঝানো হয়েছে।
-
Us এর পরিবর্তে we ব্যবহার করা হয়।
-
Tag question এ shall we বসানো হয়।
-
Complete Sentence: Let's have a cup of coffee, shall we?
0
Updated: 1 month ago
Despite the company's continuous efforts , the new product's sales trend did not pick up and remained ____.
Created: 4 days ago
A
sedentary
B
redolent
C
fervent
D
sluggish
Sedentary (বিশেষণ): এটি এমন একটি শব্দ যা এমন মানুষদের বর্ণনা করে যারা বেশিরভাগ সময় বসে কাটায় এবং কিছুটা অলস থাকে। উদাহরণস্বরূপ, "আমরা সবাই প্রতিদিন কিছুটা হাঁটাহাঁটি করি, যদিও আমরা সেডেন্টারি।"
Redolent (বিশেষণ): এটি এমন একটি শব্দ যা একটি নির্দিষ্ট সুগন্ধ বা গন্ধে পূর্ণ হওয়া বা প্রকাশ পাওয়ার ধারণা দেয়। উদাহরণস্বরূপ, "বাতাস ছিল রেডোলেন্ট সি-উইডের গন্ধে।"
Fervent (বিশেষণ): এটি এমন একটি শব্দ যা উৎসাহী বা গভীর আবেগ প্রদর্শন করে। উদাহরণস্বরূপ, "তিনি ছিলেন বিপ্লবের এক ফার্ভেন্ট সমর্থক।"
Sluggish (বিশেষণ): এটি এমন একটি শব্দ যা ধীরগতি বা অলস কিছু বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, "এটি ছিল একটি স্লাগিশ স্রোত।"
সম্পর্কিত শব্দসমূহ (Sluggish):
-
নিষ্ক্রিয়
-
শান্ত
-
ধীর
-
ধীরগতিতে চলা
-
অলস
-
স্থির
-
মন্দ
-
স্থবির
-
স্থিত
এটি সাধারণত কোনো কিছু বা পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যা ধীরগতির বা অলস হয়ে থাকে, যেমন "বিশ্ব অর্থনীতি ছিল স্লাগিশ।"
0
Updated: 4 days ago