"Come down on" means -
A
to have a flu
B
stopping by somewhere
C
to punish a person
D
to admit defeat
উত্তরের বিবরণ
Come down on
-
English Meaning: to punish or criticize a person or activity very strongly
-
Bangla Meaning: তীব্র সমালোচনা করা, শাস্তি দেওয়া
-
Example Sentence: They're coming down heavily on people for not paying their license fees.
-
Bangla Meaning: লাইসেন্স ফি না দেওয়ায় কর্তৃপক্ষ জনগণের উপর খুব কড়াকড়ি আরোপ করছে।
Clarification on other options:
-
Come down with → অসুস্থ হওয়া, যেমন: He came down with the flu.
-
Come by / Drop by → কোনো জায়গায় হঠাৎ যাওয়া বা আসা, যেমন: She dropped by my house yesterday.
-
Give in / Surrender → পরাজয় স্বীকার করা বা আত্মসমর্পণ করা।
সঠিক ব্যবহার: কোনো ব্যক্তি বা কর্মকাণ্ডের উপর কঠোর সমালোচনা বা শাস্তি আরোপের ক্ষেত্রে come down on ব্যবহৃত হয়।

0
Updated: 22 hours ago
'To read between the lines' means-
Created: 3 months ago
A
To read carefully
B
To read only some lines
C
To read quickly to save time
D
To read carefully to find out any hidden meaning
To read between the lines- ঘ) To read carefully to find out any hidden meaning.
• To read between the lines (Phrase)
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence- Read between the lines, so that you won't miss anything important.
বাংলা অনুবাদ- মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 3 months ago
The meaning of the word 'obese' is-
Created: 1 month ago
A
very fat
B
ugly
C
tardy
D
obnoxious
Obese (Adjective)
English Definition: Excessively overweight in a manner that poses a health risk; severely fat.
Bengali Definition: অতিরিক্ত স্থূল বা এমন মোটা, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• Example Sentence:
-
She wasn’t just a little overweight — her condition was medically classified as obese.
• অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ugly: দেখতে খুবই খারাপ; আকর্ষণহীন; অসুন্দর; কুরূপ।
-
Tardy: সময়মতো না আসা; ধীরগতির; দেরিতে উপস্থিত বা সম্পন্ন হওয়া।
-
Obnoxious: অত্যন্ত বিরক্তিকর বা জঘন্য আচরণ; নোংরা বা অগ্রহণযোগ্য স্বভাবের।
তথ্যসূত্র: কেমব্রিজ ডিকশনার, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি.

0
Updated: 1 month ago
Sometimes convoluted word structures just aren't appropriate.
Here, the underlined word means:
Created: 4 days ago
A
Not ordinary
B
Difficult to understand
C
Understood without being expressed directly
D
To remove a difficulty
Convoluted একটি Participial Adjective। এটি বোঝায় কোনো কথা, লেখা বা কাঠামো যেটি জটিলভাবে গঠিত এবং তাই বোঝা বা অনুসরণ করা কঠিন।
-
বাংলা অর্থ:
-
(জীববিদ্যা, প্রাণিবিদ্যা) জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং)
-
(লাক্ষণিক) জটিল এবং দুরূহ
-
-
সমার্থক শব্দ: Complex (জটিল; দুর্বোধ্য), Puzzling (হতবুদ্ধিকর), Perplexing (জটিল), Intricate (বিভ্রান্তিকর), Sophisticated (সুক্ষ্ম)
-
বিপরীতার্থক শব্দ: Simple (সরল), Straightforward (সহজবোধ্য; সহজসাধ্য), Plain (স্পষ্ট, জটিলতাহীন), Unvaried (বৈচিত্র্যহীন), Uniform (অভিন্ন)
-
অন্য রূপ: Convolution (Noun)
-
উদাহরণ বাক্য:
১. Sometimes convoluted word structures just aren't appropriate.
২. A convoluted explanation that left the listeners even more confused than they were before.

0
Updated: 4 days ago