I don't read ______ Forbes.
A
a
B
an
C
the
D
Zero article
উত্তরের বিবরণ
Complete sentence:
I don't read Forbes.
ব্যাখ্যা:
-
Articles মূলত Noun বা Pronoun-এর আগে বসে সংখ্যা বা নির্দিষ্টতা/অনির্দিষ্টতা নির্দেশ করে।
-
Indefinite Article: a, an → অনির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তি বোঝায়।
-
Definite Article: the → নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তি বোঝায়।
-
নিয়ম অনুযায়ী, সংবাদপত্র বা পত্রিকার নামের আগে সাধারণত the বসে, যেমন: the Daily Star, কিন্তু ম্যাগাজিনের নামের আগে the বসে না, যেমন: Forbes, Vogue।
-
তাই সঠিক বাক্য: I don't read Forbes.
0
Updated: 1 month ago
He went there at 7 O'clock ___ the evening.
Created: 1 week ago
A
at
B
in
C
on
D
By
সময়ের বিভিন্ন অংশ বোঝাতে কিছু নির্দিষ্ট preposition ব্যবহৃত হয়। Evening, Morning ইত্যাদি সময়ের ক্ষেত্রে সাধারণত in ব্যবহৃত হয়।
-
In the morning — সকালে বোঝাতে ব্যবহৃত হয়।
-
In the afternoon — বিকালে বোঝাতে ব্যবহৃত হয়।
-
In the evening — সন্ধ্যায় বোঝাতে ব্যবহৃত হয়।
-
In the night — সাধারণভাবে রাতের সময় বোঝাতে ব্যবহৃত হয়, তবে নির্দিষ্ট রাত বোঝাতে at night ব্যবহৃত হয়।
-
In winter / in summer — ঋতুর আগে in ব্যবহৃত হয়।
-
In January / in 2025 — মাস ও বছরের আগে in বসে।
0
Updated: 1 week ago
Which of the following is in the plural form of 'Codex'?
Created: 1 month ago
A
Codices
B
Codies
C
Codiecs
D
Codexes
Correct answer: Codices
Codex:
English meaning: an ancient book that was written by hand
Bangla meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি
Plural form: Codices
সূত্র: Cambridge & Accessible Dictionary
বিবেচনাসবক
Codex (singular) → Codices (plural) ঠিকঠাক প্র্যাকটিসে ব্যবহার হয়।
প্রাচীন হাতের লেখা বইকে বোঝাতে Latin origin-এ codex শব্দটি প্রথागतভাবে ব্যবহৃত হয়; বহু ভাষায় pluralization ক্যালকুলাস অনুযায়ী codices হয়।
0
Updated: 1 month ago
She wore a dress _____ color matched her eyes.
Created: 3 weeks ago
A
that
B
whose
C
which
D
where
সঠিক উত্তর হলো She wore a dress whose color matched her eyes.
বাংলা অর্থ: সে এমন একটি পোশাক পরেছিল যার রঙ তার চোখের সঙ্গে মিলেছিল।
– Relative Pronoun ব্যবহার করা হয় দুটি বাক্যকে সংযুক্ত করার জন্য, যেমন who, which, what, whose, whom, that ইত্যাদি
– প্রথম অংশের অর্থ: She wore a dress — সে একটি পোশাক পরেছিল
– দ্বিতীয় অংশের অর্থ: The color of the dress matched her eyes — পোশাকটির রঙ তার চোখের সঙ্গে মিলেছিল
– এই দুটি অংশ একত্র করতে হলে relative pronoun বসাতে হবে, কারণ দ্বিতীয় অংশটি প্রথম অংশের noun (dress)-এর সঙ্গে সম্পর্কিত
– এখানে “রঙ কার বা কীসের?”— এই প্রশ্নের উত্তর হলো dress-এর, তাই possessive form of relative pronoun, অর্থাৎ whose ব্যবহার করা হয়েছে
– ফলে বাক্যটি সম্পূর্ণ ও অর্থবোধক হয়েছে: She wore a dress whose color matched her eyes.
0
Updated: 3 weeks ago