I'm ______ cleaning up after you all the time.
A
fed up with
B
fed up in
C
fed up on
D
fed up by
উত্তরের বিবরণ
Complete sentence:
I'm fed up with cleaning up after you all the time.
ব্যাখ্যা:
-
fed up with মানে হলো বিরক্ত বা অতিষ্ঠ হয়ে যাওয়া।
-
যখন কেউ কোনো কাজ বা পরিস্থিতি দীর্ঘসময় ধরে সহ্য করতে করতে বিরক্ত হয়ে যায়, তখন fed up with ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
I'm fed up with cleaning up after you all the time. → প্রতিনিয়ত তোমার পরে পরিষ্কার করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি।
-
He quit his job because he was fed up with the long hours. → দীর্ঘ সময় কাজ করতে করতে সে কাজ ছেড়ে দিল, কারণ সে অতিষ্ঠ হয়ে গিয়েছিল।
অন্য বিকল্পগুলো এই অর্থের সঙ্গে সম্পর্কিত নয়, তাই সঠিক উত্তর হলো উপরের বাক্যটি।

0
Updated: 22 hours ago
_____ are availabe in the spring semester.
Created: 3 weeks ago
A
Only a few programs
B
Only a few program
C
Only few programs
D
None of these
• Correct Answer: ক) Only a few programs.
- "Programs" is a countable plural noun.
- To describe a small number of countable things, we use "a few".
- Also, the noun must be in plural form after "a few".
• Only a few programs are available in the spring semester.
- "a few" + plural countable noun (programs).
- Meaning: "শুধু কিছু প্রোগ্রাম বসন্ত সেমিস্টারে পাওয়া যায়।"
• Other options:
খ) Only a few program :
-"program" is singular, but "a few" requires plural.
গ) Only a little programs :
- "a little" is used for uncountable nouns, not plural countables like "programs".
Source: A Passage to the English Language by SM Zakir Hussain.

0
Updated: 3 weeks ago
If she knew the answer, she would _____ us.
Created: 1 week ago
A
told
B
tell
C
be tell
D
to be told
Second Conditional Sentence-এর নিয়ম:
-
If Clause যদি Past Tense-এ থাকে, তবে Principal Clause-এ subject-এর পরে would বসে।
-
Would-এর পরে verb-এর base form বসাতে হয়।
-
এটি ব্যবহার করা হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক, অসম্ভব বা অবাস্তব অবস্থার জন্য।
-
Structure: If + Subject + Past Simple, Subject + would + base verb
উদাহরণ:
-
Correct answer: If she knew the answer, she would tell us.

0
Updated: 1 week ago
He was completely absorbed _________ the movie and didn’t notice the time passing.
Created: 3 weeks ago
A
with
B
on
C
in
D
at
• Complete Sentence: He was completely absorbed in the movie and didn’t notice the time passing.
-
Bangla Meaning: সে পুরোপুরি সিনেমায় মনোযোগ দিয়ে ছিল এবং সময় কিভাবে কাটছে তা বুঝতে পারেনি।
• Absorbed (Adjective)
-
English Meaning: deeply interested or involved in something.
-
Bangla Meaning: পুরো মনোযোগ দিয়ে যুক্ত হওয়া বা নিমজ্জিত থাকা।
-
Usage Note: "নিমজ্জিত থাকা" বা "পুরো মনোযোগ দেওয়া" বোঝাতে absorbed শব্দের পরে সাধারণত preposition ‘in’ বসে।
• Example Sentences:
-
She was absorbed in reading the novel all afternoon.
-
Bangla Meaning: সে পুরো দুপুর novel পড়তে নিমজ্জিত ছিল।
-
-
They seemed absorbed in their conversation and didn’t hear me calling.
-
Bangla Meaning: তারা তাদের কথোপকথনে নিমজ্জিত ছিল এবং আমার ডাকার শব্দ শুনতে পায়নি।
-
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago