Vlad the Impaler was notorious in history because he would impale his enemies.
Here, "impale" means:
A
To imprison
B
To pierce
C
To skin alive
D
To whip
উত্তরের বিবরণ
Correct answer: খ) To pierce
ব্যাখ্যা:
-
"Impale" অর্থ হলো কোনো ধারালো বস্তুর সাহায্যে বিদ্ধ করা বা ভেদ করা, বিশেষ করে প্রাণী বা মানুষের শরীরে।
-
উদাহরণ:
-
The dead deer was impaled on a spear.
-
Walruses sometimes use their tusks to impale seals for food.
-
অন্য অপশনগুলোর অর্থ:
-
ক) To imprison → কারাগারে রাখা।
-
গ) To skin alive → জীবন্ত অবস্থায় চামড়া ছাড়ানো।
-
ঘ) To whip → চাবুক মারা।
সুতরাং "impale" এর সঠিক অর্থ হলো To pierce।

0
Updated: 22 hours ago
The verb 'succumb' means-
Created: 1 month ago
A
achieve
B
submit
C
win
D
conquer
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
What is the meaning of "Habeas corpus"
Created: 3 days ago
A
To be wasted
B
The slightest opportunity.
C
Working together
D
A protection against illegal imprisonment
Correct answer: ঘ) A protection against illegal imprisonment.
-
Habeas corpus:
-
English Meaning: the right of a citizen to obtain a writ of habeas corpus as a protection against illegal imprisonment.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার।
-
Example:
-
Habeas corpus should not be denied.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার প্রত্যাখ্যান করা উচিত না।
Other options:
-
Go up in smoke / end up in smoke:
-
English Meaning: to be wasted / come to nothing.
-
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় শেষ হওয়া।
-
-
The slightest opportunity:
-
Bangla Translation: সবচেয়ে ছোট সুযোগ।
-
-
Working together:
-
Bangla Translation: একসাথে কাজ করা।
-

0
Updated: 3 days ago
The word bounty is closest in meaning to
Created: 1 month ago
A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago