'কালকূট' — কার ছদ্মনাম?
A
সতীনাথ ভাদুড়ী
B
মণীশ ঘটক
C
সমরেশ বসু
D
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
উত্তরের বিবরণ
• সমরেশ বসু – ছদ্মনাম: কালকূট
অন্য ছদ্মনামসমূহ:
-
সতীনাথ ভাদুড়ী – ছদ্মনাম: চিত্রগুপ্ত
-
মণীশ ঘটক – ছদ্মনাম: যুবনাশ্ব
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – ছদ্মনাম: যাযাবর

0
Updated: 22 hours ago
'নীল লােহিত' কোন লেখকের ছদ্মনাম?
Created: 1 week ago
A
অরুণ মিত্র
B
সমরেশ বসু
C
সুনীল গঙ্গোপাধ্যায়
D
সমরেশ মজুমদার
সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য রচনার ক্ষেত্রে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতেন, যা তার রচনার ভিন্নধর্মী প্রকাশকে তুলে ধরে। তার ব্যবহৃত ছদ্মনামের মধ্যে উল্লেখযোগ্য:
-
নীল লোহিত
-
নীল উপাধ্যায়
-
সনাতন পাঠক
এছাড়া অন্যান্য বিভিন্ন লেখক ও তাদের ব্যবহৃত ছদ্মনামগুলো হলো:
-
সমরেশ বসু - কালকূট
-
সোমেন চন্দ - ইন্দ্রকুমার সোম
-
বিমল ঘোষ - মৌমাছি
-
সতীনাথ ভাদুড়ী - চিত্রগুপ্ত
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় - যাযাবর
-
বিমল মিত্র - জাবালি
-
কালিকানন্দ এ - অবধূত
-
সৈয়দ মুজতবা আলী - প্রিয়দর্শী

0
Updated: 1 week ago
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
Created: 1 month ago
A
নীল লোহিত
B
কমলাকান্ত
C
বীরবল
D
সুনন্দ
সুনীল গঙ্গোপাধ্যায়
-
প্রধান ছদ্মনাম: নীল লোহিত
-
অন্যান্য ছদ্মনাম:
-
নীল উপাধ্যায়
-
সনাতন পাঠক
-
অন্য সাহিত্যিকদের ছদ্মনাম:
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় → কমলাকান্ত
-
প্রমথ চৌধুরী → বীরবল
-
নারায়ণ গঙ্গোপাধ্যায় → সুনন্দ

0
Updated: 1 month ago
'ভ্রমণকারী বন্ধু' ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
Created: 1 week ago
A
সঞ্জয় ভট্টাচার্য
B
নীলমণি হালদার
C
অজিতকুমার দত্ত
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি ও সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী। তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালেখি করেছেন এবং বাংলা সাহিত্যে বিশেষভাবে কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ করার জন্য খ্যাত।
-
পেশা: কবি, সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
প্রথম সম্পাদিত দৈনিক: সংবাদ প্রভাকর
-
অন্যান্য পত্রিকা সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ণ
-
সংবাদ সাধুরঞ্জন
-

0
Updated: 1 week ago