'কালকূট' — কার ছদ্মনাম?
A
সতীনাথ ভাদুড়ী
B
মণীশ ঘটক
C
সমরেশ বসু
D
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
উত্তরের বিবরণ
• সমরেশ বসু – ছদ্মনাম: কালকূট
অন্য ছদ্মনামসমূহ:
-
সতীনাথ ভাদুড়ী – ছদ্মনাম: চিত্রগুপ্ত
-
মণীশ ঘটক – ছদ্মনাম: যুবনাশ্ব
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – ছদ্মনাম: যাযাবর
0
Updated: 1 month ago
”নীল উপাধ্যায়” কোন লেখকের ছদ্মনাম?
Created: 1 month ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
সুনীল গঙ্গোপাধ্যায়
C
প্রমেন্দ্র মিত্র
D
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার
বাংলা সাহিত্যে অনেক লেখক বিভিন্ন কারণে ছদ্মনাম ব্যবহার করেছেন। ছদ্মনাম লেখকের স্বতন্ত্র পরিচয় বা নির্দিষ্ট সাহিত্যধারার জন্য প্রকাশিত রচনার সঙ্গে যুক্ত থাকে।
-
সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম: নীল উপাধ্যায়
-
তিনি আরও কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন:
-
নীল লোহিত
-
নীল উপাধ্যায়
-
সনাতন পাঠক
-
অন্য লেখকদের ছদ্মনাম:
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় → কমলাকান্ত
-
প্রমেন্দ্র মিত্র → কৃত্তিবাস ভদ্র
-
হরিনাথ মজুমদার → কাঙাল হরিনাথ
-
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার → দৃষ্টিহীন
0
Updated: 1 month ago
'ভ্রমণকারী বন্ধু' ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
Created: 1 month ago
A
সঞ্জয় ভট্টাচার্য
B
নীলমণি হালদার
C
অজিতকুমার দত্ত
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি ও সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী। তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালেখি করেছেন এবং বাংলা সাহিত্যে বিশেষভাবে কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ করার জন্য খ্যাত।
-
পেশা: কবি, সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
প্রথম সম্পাদিত দৈনিক: সংবাদ প্রভাকর
-
অন্যান্য পত্রিকা সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ণ
-
সংবাদ সাধুরঞ্জন
-
0
Updated: 1 month ago
‘বনফুল’ কার ছদ্মনাম?
Created: 2 months ago
A
বলাইচাঁদ মুখোপাধ্যায়
B
বিহারীলাল চক্রবর্তী
C
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
D
কাজী নজরুল ইসলাম
‘বনফুল’ হল বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯–১৯৭৯)-এর ছদ্মনাম।
অন্যদের ছদ্মনাম বা ডাকনাম:
-
বিহারীলাল চক্রবর্তী – ভোরের পাখি
-
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার – দৃষ্টিহীন
-
কাজী নজরুল ইসলাম – ডাক নাম দুখু মিয়া, গানের জগতে বুলবুল নামে পরিচিত
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago