"মরুপ্রান্তরে নদীর কলকল ধ্বনি শোনা যায়।" - বাক্যটিতে কী ধরনের ভুল আছে?
A
আকাঙ্ক্ষা জনিত
B
আসত্তি জনিত
C
যোগ্যতা জনিত
D
গুরুচণ্ডালী জনিত
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: গ) যোগ্যতা জনিত
ব্যাখ্যা:
একটি সার্থক বা আদর্শ বাক্য গঠনের তিনটি গুণ:
-
আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য যে পদগুলো পরস্পর শোনার প্রয়োজন, তাকে আকাঙ্ক্ষা বলে।
-
উদাহরণ: "কাজল নিয়মিত লেখাপড়া।" → অসম্পূর্ণ; সম্পূর্ণ বাক্য হবে: "কাজল নিয়মিত লেখাপড়া করে।"
-
-
আসত্তি: বাক্যের পদসমূহের সঠিক বিন্যাসের কারণে অর্থের সঙ্গতি রক্ষা।
-
উদাহরণ: "নিয়মিত করে হাসান লেখাপড়া।" → পদবিন্যাস ঠিক করা হলে: "হাসান নিয়মিত লেখাপড়া করে।"
-
-
যোগ্যতা: বাক্যের পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলন।
-
উদাহরণ: "বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।" → যুক্তিসঙ্গত নয়; যোগ্য বাক্য হবে: "বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে।"
-
প্রশ্নের বাক্য:
“মরুপ্রান্তরে নদীর কলকল ধ্বনি শোনা যায়।”
-
সমস্যা: মরুভূমি শুষ্ক, সাধারণত নদী থাকে না। তাই বাক্যের ভাব বাস্তবসম্মত নয়।
-
এটি যোগ্যতা জনিত ভুল নির্দেশ করে।
অন্য প্রাসঙ্গিক দোষ:
-
গুরুচণ্ডালী দোষ: তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে সৃষ্ট ত্রুটি।
-
উদাহরণ: গরুর গাড়ি, শবদাহ, মড়াপোড়া।
-
অর্থ বা গঠন ঠিক থাকলেও, তৎসম ও দেশীয় শব্দের মিলনে বাক্যের যোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে।
-

0
Updated: 22 hours ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন
B
বিদ্যান মূর্ব অপেক্ষা শ্ৰেয়
C
আমার আর বঁচিবার স্বাদ নাই
D
কোন বাক্যই শুদ্ধ নয়।
প্রদত্ত প্রশ্নের বাক্যগুলোর কোনো বাক্যই শুদ্ধ নয়।
তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়। আমার আর বাঁচিবার স্বাদ নাই। বাক্যগুলোতে বচন ব্যবহারের ভুল রয়েছে।

0
Updated: 3 weeks ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
কারো ফাগুন মাস, কারো সর্বনাশ
B
সে প্রাণিবিদ্যায় দুর্বল
C
আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
D
বিধি লঙ্ঘিত হয়েছে
বিধি লঙ্ঘিত হয়েছে - বাক্যটি শুদ্ধ। কারো ফাগুন মাস, কারো সর্বনাশ, সে প্রাণিবিদ্যায় দুর্বল, আগত শনিবার কলেজ বন্ধ থাকবে। উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
তার বৈমাত্রেয় সহাদর অসুস্থ
B
চোৱ টি সব মালসুদ্ধ ধরা পড়েছে
C
সমুদয় পক্ষীই নীড় বাঁধে
D
দশচক্রে ঈশ্বর ভূত
এখানে সঠিক বাক্যটি হল সমুদয় পক্ষীই নীড় বাঁধে

0
Updated: 3 weeks ago