A
দীর্ঘিকা, নদী, প্রণালী
B
শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
C
গাঙ, তটিনী, অর্ণব
D
স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
উত্তরের বিবরণ
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, সরিৎ, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
'আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 4 days ago
A
অর্ণব
B
রাতুল
C
অর্ক
D
জলধি
‘আফতাব’ শব্দের সমার্থক শব্দ হলো ‘অর্ক’
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দগুলো হলো:
অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি, তপন, মার্তণ্ড, সবিতা ইত্যাদি।
অন্যদিকে,
‘অর্ণব’ এবং ‘জলধি’ শব্দ দুটি সমুদ্রের জন্য ব্যবহৃত হয়।
আর ‘রাতুল’ শব্দের অর্থ হলো লাল বা রক্তবর্ণ।
উৎস: ভাষা-শিক্ষা (ড. হায়াৎ মামুদ), বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 days ago
কোনটি সমার্থক শব্দ নয়?
Created: 1 day ago
A
পাবক
B
পবন
C
বহ্নি
D
অনল
পাবক, অনল ও বহ্নি হলো আগুন শব্দের সমার্থক শব্দ । পবন শব্দের সমার্থক শব্দ বাতাস, বায়ু, অনিল, সমীরণ, বাত, মরুৎ, সমীর ইত্যাদি।

0
Updated: 1 day ago
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 days ago
A
অর্ধাঙ্গিনী
B
কন্যা
C
নন্দিনী
D
ভাগনী
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ - স্ত্রী, সহধর্মিণী, ভগ্নী, বা কান্তা।

0
Updated: 2 days ago