নিচের কোনটি স্বরসন্ধির নিয়মে গঠিত?
A
ণিজন্ত
B
অত্যধিক
C
ষড়ানন
D
তদবধি
উত্তরের বিবরণ
স্বরসন্ধি ও ‘অত্যধিক’
-
বাংলা ব্যাকরণে স্বরসন্ধি হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে দুটি স্বরধ্বনি পাশাপাশি এসে মিলিত হয় এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নতুন শব্দ বা ধ্বনি গঠিত হয়।
-
স্বরসন্ধির একটি নিয়ম অনুযায়ী, ই বা ঈ ধ্বনির পরে যদি অন্য স্বরধ্বনি আসে, তবে ই/ঈ-এর স্থলে ‘য’ যুক্ত হয়।
-
উদাহরণস্বরূপ:
• অতি + অধিক = অত্যধিক
• আদি + অন্ত = আদ্যন্ত
• ইতি + আদি = ইত্যাদি
• অতি + আচার = অত্যাচার
• প্রতি + ঊষ = প্রত্যুষ -
অন্যদিকে, ব্যঞ্জনসন্ধি নিয়ম অনুযায়ী গঠিত শব্দের উদাহরণ:
• ষট্ + আনন = ষড়ানন
• ণিচ্ + অন্ত = ণিজন্ত
• তৎ + অবধি = তদবধি

0
Updated: 23 hours ago
কোনটি স্বরসন্ধির উদাহরণ?
Created: 1 month ago
A
হিমালয়
B
অহরহ
C
সংসার
D
বনস্পতি
বাংলা সন্ধি দু'রকমের: স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। স্বধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। অ+আ= আ, হিম+আলয় = হিমালয়। এরুপ দেবালয়, রত্মাকর, সিংহাসন ইত্যাদি।

0
Updated: 1 month ago
কোনটি স্বরসন্ধি নিয়মে গঠিত শব্দ?
Created: 1 week ago
A
ষড়ানন
B
অত্যধিক
C
ণিজন্ত
D
তদবধি
বাংলা ভাষার সন্ধি নিয়মে কিছু বিশেষ ধ্বনি পরিবর্তন ঘটে, যার ফলে নতুন শব্দ গঠিত হয়। এর মধ্যে অন্যতম হলো ই বা ঈ ধ্বনির পর অন্য স্বরধ্বনি এলে ‘ই/ঈ’ এর জায়গায় ‘য’ বসে যায়। আবার ব্যঞ্জনসন্ধির নিয়মে অন্য ধরণের রূপান্তর ঘটে। নিচে উদাহরণসহ দেওয়া হলো।
-
ই/ঈ ধ্বনির পর অন্য স্বরধ্বনি থাকলে ‘য’ হয়
-
অতি + অধিক = অত্যধিক
-
আদি + অন্ত = আদ্যন্ত
-
ইতি + আদি = ইত্যাদি
-
অতি + আচার = অত্যাচার
-
প্রতি + ঊষ = প্রত্যুষ
-
-
ব্যঞ্জনসন্ধির নিয়মে গঠিত উদাহরণ
-
ষট্ + আনন = ষড়ানন
-
ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
তৎ + অবধি = তদবধি
-

0
Updated: 1 week ago
স্বরসন্ধির নিয়ম সাধিত শব্দ কোনটি?
Created: 3 days ago
A
দ্রাবক
B
প্রাগুক্ত
C
ষড়ঋতু
D
মৃদঙ্গ
বাংলা ভাষায় সন্ধি হলো দুটি বর্ণ বা ধ্বনির মিলনে নতুন ধ্বনি বা শব্দ তৈরি হওয়ার প্রক্রিয়া। এর মধ্যে স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিচে এ বিষয়ে নিয়ম ও উদাহরণ তুলে ধরা হলো।
-
স্বরসন্ধির নিয়ম
-
কোনো স্বরবর্ণের পরে আরেকটি স্বরবর্ণ এলে ধ্বনির পরিবর্তন ঘটে।
-
এ ধ্বনির জায়গায় → অয়্
-
ঐ ধ্বনির জায়গায় → আয়
-
ও ধ্বনির জায়গায় → অব্
-
ঔ ধ্বনির জায়গায় → আব্
-
পরবর্তী স্বরধ্বনি বানানে সাধারণত সন্ধিজাত য়, ব্ কিংবা র্-এর সঙ্গে যুক্ত হয়।
-
উদাহরণ:
-
শে + অন = শয়ন
-
নে + অন = নয়ন
-
নৈ + অক = নায়ক
-
গৈ + অক = গায়ক
-
ভো + অন = ভবন
-
পো + অন = পবন
-
পৌ + অক = পাবক
-
ভৌ + উক = ভাবুক
-
নৌ + ইক = নাবিক
-
দ্রৌ + অক = দ্রাবক
-
ব্যঞ্জন + স্বর = ব্যঞ্জনসন্ধির নিয়মে সাধিত শব্দ
-
প্রাক্ + উক্ত = প্রাগুক্ত
-
ষট্ + ঋতু = ষড়ঋতু
-
মৃৎ + অঙ্গ = মৃদঙ্গ
-

0
Updated: 3 days ago