'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
A
হিন্দি
B
উর্দু
C
পর্তুগিজ
D
গ্রিক
উত্তরের বিবরণ
• পর্তুগিজ শব্দ- পেয়ারা।
• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আনারস, আতা, র্গীজা, পেঁপে, সাবান, চাবি, সালোয়ার, বালতি, গুদাম, পাউরুটি , পাদ্রি, বালতি, কামরা, বোতল জানালা, বোতাম, গামলা , সাবান, তোয়ালে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
'যারে দেখতে নারি তার চলন বাঁকা' প্রবাদের অর্থ কী?
Created: 2 days ago
A
দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ
B
অপছন্দের ভালোমন্দ সবই খারাপ
C
নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো
D
দোষী হয়েও অপরের সামান্য ত্রুটির সমালোচনা করা
বাংলা প্রবাদ-প্রবচন মানুষের চিন্তা, অভিজ্ঞতা ও সমাজজীবনের নানা বাস্তবতা ফুটিয়ে তোলে। এগুলোর মাধ্যমে সংক্ষিপ্ত বাক্যে গভীর অর্থ প্রকাশ পায়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবচনের ব্যাখ্যা দেওয়া হলো—
-
যারে দেখতে নারি তার চলন বাঁকা অর্থ অপছন্দের মানুষের ভালোমন্দ সবকিছুই খারাপ বলে মনে হয়।
-
যত দোষ নন্দ ঘোষ অর্থ দুর্বল বা অসহায় ব্যক্তিকে সর্বদা দোষারোপ করা।
-
নাচতে না জানলে উঠান বাঁকা অর্থ নিজের অক্ষমতা বা ত্রুটি অন্যের ওপর চাপানো।
-
চালুনি বলে ছুঁচ তোর দেখি ছ্যাঁদা অর্থ নিজে বড় দোষী হয়েও অন্যের সামান্য ত্রুটির সমালোচনা করা।
উৎস:

0
Updated: 2 days ago
বাংলা বর্ণমালার উৎস কী?
Created: 1 week ago
A
তিব্বতি লিপি
B
ব্রাহ্মী লিপি
C
খরোষ্ঠী লিপি
D
দেবনাগরি লিপি
বাংলা লিপির উৎস ব্রাহ্মীলিপি। বাংলা সহ ১৯৮ টি লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি হতে। ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক - সম্রাট অশোক।

0
Updated: 1 week ago
সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা-
Created: 1 week ago
A
অপ্র্যয়োজনীয়
B
অপিরহার্য
C
বাঞ্ছনীয়
D
অসম্ভব
সারাংশ কিংবা সারমর্ম ঠিকঠাক লেখার জন্য যা যা করতে হবে— - সারমর্ম বা সারাংশ লেখার সময় অনুচ্ছেদের কথা বা বাক্য লিখে দিলে চলবে না। আগে মূল ভাব বুঝতে হবে, এরপরই সাজিয়ে সংক্ষেপে লিখতে হবে।
কবিতা, গদ্য বা রচনা খেয়াল করে পড়লেই ূমূল ভাব আঁচ করা যাবে। অর্থাৎ ভালোভাবে পড়লেই মূল বিষয়বস্তু বোঝা যাবে। - কোনো কোনো সময় রচনায় একাধিক মূল ভাব বা বক্তব্যও থাকতে পারে। যদি এমনটি হয়, তাহলে আসল মূল ভাব বোঝার সহজ উপায় হলো—রচনার বাক্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ লাইনগুলো শনাক্ত করা। এরপর বাক্যগুলোর সঙ্গে কোন ভাবটি বেশি কাছাকাছি তা যাচাই করা।
কোন বাক্যগুলো দরকারি, কোনগুলো অদরকারি—সেগুলো আলাদা করতে হবে। তাহলে কাজটা সহজ হবে। মূল রচনার যে অংশটা প্রশ্নে থাকবে, সেখানে উল্লিখিত উদ্ধৃতি, বর্ণনা, সংলাপ, উদাহরণ, উপমা বাদ দিতে হয়। - সারমর্ম কিংবা সারাংশ বড় করে লেখার সুযোগ নেই।
আর লেখার গণ্ডি অবশ্যই রচনার মূল ভাবের মধ্যেই যেন সীমিত থাকে। এখানে নিজের ইচ্ছামতো কোনো মন্তব্য বা মতামত লেখা যাবে না। - সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়।

0
Updated: 1 week ago