আলাওল কোন শতকের কবি?
A
১৫ শতক
B
১৬ শতক
C
১৭ শতক
D
১৮ শতক
উত্তরের বিবরণ
আলাওল সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য নিচে দেওয়া হলো।
-
পরিচয়:
• আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি।
• ১৭শতক/মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি।
• জন্ম: আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দ, ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে।
• প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য: ‘পদ্মাবতী’, যা মাগন ঠাকুরের উৎসাহে রচিত।
• ‘পদ্মাবতী’ কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচনা করেন।
• আরাকান রাজসভার রাজদেহরক্ষী অশ্বারোহী হিসাবেও নিযুক্ত ছিলেন। -
রচিত গ্রন্থসমূহ:
• সিকান্দার নামা
• তোহ্ফা
• সপ্তপয়কর
• সয়ফুলমুলুক বদিউজ্জামাল
• রাগতালনামা

0
Updated: 23 hours ago
কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন?
Created: 2 days ago
A
পদ্মাবতী
B
হপ্তপয়কর
C
সিকান্দরনামা
D
তোহ্ফা
সঠিক উত্তর হলো ক) পদ্মাবতী। আলাওল, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি, তাঁর ‘পদ্মাবতী’ কাব্যে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ও ঘটনাবলি উল্লেখ করেছেন।
কাব্যের প্রথম অংশে তিনি তাঁর জীবনের দুঃখ, আরাকানে আগমন, হার্মাদের (পর্তুগিজ জলদস্যুদের) সঙ্গে যুদ্ধ এবং রোসাঙ্গে রাজ-আসোয়ার হিসেবে জীবনযাপনের বিবরণ দিয়েছেন।
এই অংশটি তাঁর ব্যক্তিগত জীবনের প্রতিফলন ঘটায় এবং প্রস্তাবনা ও অন্যান্য অংশে এমন উল্লেখ আরো স্পষ্টভাবে প্রকাশ পায়, যা অন্যান্য কাব্যের তুলনায় স্বতন্ত্র।
• আলাওল ‘পদ্মাবতী’ কাব্যে আত্মকথায় লিখেছেন বিভিন্ন ঘটনাবলি যেমন:
-
মুলুক ফতেয়াবাদ গৌড়েতে প্রধান এবং জালালপুর পুণ্য স্থান।
-
হার্মাদের নৌকার সঙ্গে দেখা এবং বহু যুদ্ধ, যুদ্ধে শহীদ হওয়া।
-
রোসাঙ্গে আসা ও রাজ-আসোয়ার হিসেবে জীবনযাপন।
-
রোসাঙ্গে মুসলমানদের সাথে বৈষয়িক, সদাচারী, কুলীন, পণ্ডিত ও গুণবন্তদের সহাবস্থান।
• ‘পদ্মাবতী’ কাব্য
-
এটি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য এবং মধ্যযুগীয় বাংলা সাহিত্যের জনপ্রিয় প্রণয়কাব্য।
-
কাব্যটি হিন্দি কবি মালিক মুহাম্মদ জয়সীর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
-
১৬৫১ সালে আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে রচিত।
-
কাব্যটি দুইটি পর্বে বিভক্ত:
• প্রথম পর্বে চিতোররাজ রত্নসেনের পদ্মাবতী লাভের সফল অভিযান।
• দ্বিতীয় পর্বে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির পদ্মাবতী লাভের ব্যর্থ সামরিক অভিযান।
• সাহিত্যিক পরিচিতি:
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
‘পদ্মাবতী’ তাঁর প্রথম ও শ্রেষ্ঠ কাব্য।
-
এটি মালিক মুহাম্মদ জয়সীর ‘পদুমাবত’ কাব্যের অনুবাদ।
• আলাওল রচিত বিখ্যাত গ্রন্থ:
-
পদ্মাবতী
-
তোহফা
-
সপ্তপয়কার
-
সিকান্দারনামা
• অন্যান্য তথ্য:
-
আধুনিক যুগের লেখক মাইকেল মধুসূদন দত্ত ১৮৬০ সালে ‘পদ্মাবতী’ নাটক রচনা করেন।
-
এটি পৌরাণিক নাটক, গ্রিক পুরাণের ‘অ্যাপেল অব ডিসকর্ড’ গল্প অবলম্বনে রচিত।
• অন্যান্য অপশন সম্পর্কিত তথ্য:
-
(খ) হপ্তপয়কর: সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি রচিত, আরাকান রাজসভায় রচনা, পারসি ও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ।
-
(গ) সিকান্দরনামা: ১৬৭৩ সালে প্রকাশিত, নিজামির গ্রন্থের সরল অনুবাদ।
-
(ঘ) তোহফা: ধর্মীয় ও নৈতিক কাব্য, আলাওলের পঞ্চম রচনা, ফারসি গ্রন্থ ‘তোহফাতুন নেসায়েহ্’ এর অনুবাদ।

0
Updated: 2 days ago
কবি আলাওলের জন্মস্থান কোনটি?
Created: 1 month ago
A
ফরিদপুরের সুরেশ্বর
B
চট্টগ্রামের জোব্রা
C
বার্মার আরাকান
D
চট্টগ্রামের পটিয়া
আলাওল
-
আলাওল ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি।
-
তিনি আনুমানিক ১৬০৭ সালে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ছিল চট্টগ্রামের হাটহাজারির জোবরা গ্রাম এবং মতান্বরে (বর্তমানে ফরিদপুরের ফতেহাবাদ পরগনা)।
-
আলাওল ছিলেন সপ্তদশ শতকের আরাকান রাজ্যের রাজকবি এবং সেই সময়ের অন্যতম সেরা কবি।
-
তাঁর প্রথম ও সবচেয়ে বিখ্যাত মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা মাগন ঠাকুরের উৎসাহে রচিত।
আলাওলের কিছু বিখ্যাত সাহিত্যকর্ম:
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান
উৎস:
বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
নিচের কোন কবি ‘রোম্যান্টিক প্রণয়োপাখ্যান’ রচনা করেছেন?
Created: 1 month ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
আলাওল
C
ভারতচন্দ্র
D
বিহারীলাল চক্রবর্তী
‘রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' ধারার সাহিত্য:
- অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান'।
- 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' মূলত মুসলিম চরিত্রনির্ভর ও প্রণয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লিখিত সাহিত্যকর্ম।
- এই ধারার কয়েকজন কবি হচ্ছেন:
- শাহ মুহম্মদ সগীর, সৈয়দ সুলতান, দৌতল কাজী, আবদুল হাকিম, আলাওল, কোরেশী মাগন ঠাকুর প্রমুখ।
'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' অনুবাদ সাহিত্যসমূহ হলো:
- ইউসুফ-জোলেখা,
- লায়লী মজনু,
- মধুমালতী,
- গুলে বকাওলী,
- সতীময়না ও লোরচন্দ্রানী,
- চন্দ্রাবতী,
- পদ্মাবতী ইত্যাদি।

0
Updated: 1 month ago