কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের মৃত্যুর স্মরণে কলকাতা বেতারে কোন কবিতার আবৃত্তি করেছিলেন?
A
অস্তরবি
B
রবিহারা
C
ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে
D
কবিগুরুর প্রয়াণ
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) রবিহারা। বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
প্রেক্ষাপট ও তথ্য:
• ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে নজরুল শোকাহত হয়ে তাৎক্ষণিকভাবে রচনা করেন ‘রবিহারা’ ও ‘সালাম অস্তরবি’ কবিতা।
• এছাড়াও রচনা করা হয় ‘ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে’ শোকসঙ্গীত।
• ‘রবিহারা’ কবিতাটি নজরুল স্বকণ্ঠে কলকাতা বেতারে এবং গ্রামোফোন রেকর্ডে আবৃত্তি করেছিলেন।
• এই কবিতায় নজরুলের রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক ফুটে উঠেছে এবং এটি বাংলা সাহিত্যের ঐতিহাসিক রচনা হিসেবে বিবেচিত।
• ‘ঘুমাইতে দাও’ গানটিও কয়েকজন শিল্পীর সঙ্গে নজরুলের স্বকণ্ঠে গাওয়া হয়। -
‘রবিহারা’ কবিতার অংশবিশেষ:
“দুপুরের রবি পড়িয়াছে ধলে অস্ত- পথের কোলেশ্রাবনের মেঘ ছুটে এল দলে দলে
উদাস গগন-তলে
বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি
তুমি চলে যাবে বলে।”

0
Updated: 23 hours ago
ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয়?
Created: 1 day ago
A
বিষের বাঁশী
B
যুগবাণী
C
ভাঙার গান
D
প্রলয় শিখা
কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি গ্রন্থ ব্রিটিশ শাসনামলে রাজনৈতিক ও বিপ্লবী চেতনার কারণে নিষিদ্ধ করা হয়েছিল। মোট পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, যেগুলো নিচে দেওয়া হলো—
-
যুগবাণী: প্রবন্ধ গ্রন্থ। এটি ছিল নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ, যা নিষিদ্ধ করা হয় ২৩ নভেম্বর, ১৯২২ সালে। পরবর্তীতে এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ১৯৪৭ সালে।
-
বিষের বাঁশী: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ২৭ এপ্রিল, ১৯৪৫।
-
ভাঙার গান: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ করা হয় ১১ অক্টোবর, ১৯২৪।
-
প্রলয় শিখা: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৩০।
-
চন্দ্রবিন্দু: গানের সংকলন। নিষিদ্ধ ঘোষণা করা হয় ১৪ অক্টোবর, ১৯৩১।
উৎস:

0
Updated: 1 day ago
বাংলা সাহিত্যে পত্রোপন্যাসের জনক কে?
Created: 1 month ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
কাজী নজরুল ইসলাম
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁধন-হারা
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস
-
প্রকাশিত: ১৩৩৪ বঙ্গাব্দে
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত
-
প্রধান চরিত্র: নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা
কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বিদ্রোহী কবি; আধুনিক বাংলা গানের জগতে বুলবুল
রচিত উপন্যাস: বাঁধন-হারা, কুহেলিকা, মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ: অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণীমনসা, জিঞ্জির, প্রলয় শিখা, সন্ধ্যা

0
Updated: 1 month ago
'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 3 days ago
A
অগ্নিবীণা
B
সিন্ধু হিন্দোল
C
সাম্যবাদী
D
প্রলয় শিখা
কাজী নজরুল ইসলাম ও ‘সিন্ধু হিন্দোল’
-
‘দারিদ্র্য’ কবিতা:
-
কাব্যগ্রন্থ: সিন্ধু হিন্দোল
-
কবির লাইন:
“হে দারিদ্র্য, তুমি মোরে করেছো মহান্।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান।”
-
-
সিন্ধু হিন্দোল:
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
ধরণ: প্রেমকাব্য
-
উল্লেখযোগ্য কবিতা:
-
গোপন প্রিয়া
-
অনামিকা
-
বিদায়-স্মরণে
-
পথের স্মৃতি
-
উন্মনা
-
দারিদ্র্য
-
বাসন্তী
-
ফাল্গুনী
-
বধূ-বরণ
-
রাখী-বন্ধন
-
চাঁদনী রাতে
-
মাধবী-প্রলাপ ইত্যাদি
-
-

0
Updated: 3 days ago