ভাষা আন্দোলনভিত্তিক রচনা নয় কোনটি?
A
কবর
B
আরেক ফাল্গুন
C
যাপিত জীবন
D
কী চাহ শঙ্খচিল
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলনভিত্তিক রচনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সম্পর্কিত তথ্যগুলো নিচে সংক্ষেপে整理 করা হলো।
-
ভাষা আন্দোলনভিত্তিক রচনা:
• ‘কবর’ (নাটক)-
রচয়িতা: মুনীর চৌধুরী
-
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
লেখা হয় জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে, প্রথম অভিনয়ও জেলের রাজবন্দিদের মাধ্যমে হয়
-
১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক
• ‘আরেক ফাল্গুন’ (উপন্যাস)
-
রচয়িতা: জহির রায়হান
-
প্রথম ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস
-
লেখা ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতার ভিত্তিতে
-
চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা
-
বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনার চিত্রায়ণ
• ‘যাপিত জীবন’ (উপন্যাস)
-
রচয়িতা: সেলিনা হোসেন
-
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা
-
নায়ক জাফর, বাঙালির শেকড় ও অস্তিত্বের প্রতীক
-
প্রতিটি অণুমুহূর্তে বাঙালি জাতিসত্তার প্রকাশ
-
-
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক:
• ‘কী চাহ শঙ্খচিল’ (নাটক)-
রচয়িতা: মমতাজউদদীন আহমদ
-
লেখা: ১৯৮৩-৮৪
-
বিষয়: প্রেম, স্বাধীনতা, প্রতিবাদ
-
শঙ্খচিল চরিত্র হয়ে উঠেছে একাত্তরের শকুনের প্রতীক
-
নাটকে দেখা যায়: হানাদারদের দ্বারা লাঞ্ছিত নারী, লোভী স্বামী এবং বীরাঙ্গনা স্ত্রীর ত্যাগ
-
নাটকটি স্বাধীনতা ও মুক্তির জন্য ব্যক্তিগত আত্মত্যাগের গল্প প্রকাশ করে
-

0
Updated: 23 hours ago